উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে: হুইপ

22

পটিয়া প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, এক সময় মানুষ হাঁটতে পারেনি, সেখানে এখন রাস্তা আর পাল্লা দিয়ে স্কুল হয়েছে। পটিয়া আজ দৃশ্যমান প্রকল্পের কারণে শহরের পাশে আরেক শহরে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে পটিয়ায় ছয় হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। রাস্তাঘাট ব্রিজ কালভার্ট চিকিৎসা ও বিভিন্ন প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়ন, কৃষি খাতের উন্নয়নে খাল খনন ও বেড়িবাধঁ নির্মাণ এবং সেচ প্রকল্পের মাধ্যমে অনাবাদি জমিকে চাষাবাদের আওতায় আনা সহ বিভিন্ন কাজে এগিয়ে যাচ্ছে পটিয়া। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। গতকাল শুক্রবার বিকেলে পটিয়ার পাইরোল আকবর শাহ (রঃ) মাদ্রাসা কমপ্লেক্স, পাইরোল কমিউনিটি ক্লিনিক ও পাইরোল উপ-ডাকঘরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
কমপ্লেক্স সভাপতি সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, চট্টগ্রাম বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সব্যসাচী নাথ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী, জঙ্গলখাইন ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ, আ.লীগ নেতা অসিত বড়ুয়া, মর্তুজা কামাল মুন্সি, শফিকুল মন্নান চৌধুরী, শাহেদ উদ্দিন সুমন, মাজারের মতোয়াল্লী নজরুল ইসলাম সাদা, কমপ্লেক্স পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম সাদা ও যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান খান প্রমুখ।