উন্নয়নের সব কাজে নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে

25

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি বলেছেন, যেসব এলাকায় আইন-শৃঙ্খলা, শান্তি প্রতিষ্ঠিত হবে, সেসব এলাকার উন্নয়ন কাজ করা হবে। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে সন্ত্রাসীদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানান। শুক্রবার দুপুরে রুমা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পার্বত্য অঞ্চলের অস্বচ্ছল ও প্রান্তিক পরিবারের নারীদের উন্নয়নে গাভী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী আরো বলেন, উন্নয়নের সব কাজে নারীদের অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের পদ সৃষ্টি করা হয়েছে। এসময় পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য ও গাভী বিতরণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ, রুমা সেনা জোনের মেজর জোবায়ের, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউল আলম, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, সদস্য জুয়েল বম, ক্যসাপ্রæ, তিংতিংম্যা মারমা, ফিলিপ ত্রিপুরা, মোজ্জামের হক বাহাদুর, উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংপুই বম, মহিলা ভাইস ভাইস চেয়ারম্যান নু¤্রাউ মারমা, উপজলো ভাইস চেয়ারম্যান থাংখাম লিয়ান বম ও রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা প্রমুখ।
এদিকে পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের অস্বচ্ছল ও প্রান্তিক পরিবারের নারী উন্নয়নে গাভী শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার ৪টি ইউনিয়নের ৫০ নারীকে গাভী বিতরণ করা হয়। পরে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত ৮২৫ পরিবার ৩০ কেজি চাল বিতরণ করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর। এছাড়াও রুমায় ১৩ কোটি ৭৮লক্ষ টাকার ৮টি উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।