‘উন্নয়নধারা অব্যাহত রাখতে চাই টেকসই পরিকল্পনা’

6

পরাণ রহমান ঘাসফুল নামক যে উন্নয়ন সংগঠনের বীজ বপন করেছিলেন আজ আমরা সেই বৃক্ষের ছায়াতলে সমবেত। কোভিডকালে উন্নয়নধারা অব্যাহত রাখতে সংস্থার টেকসই পরিকল্পনা প্রয়োজন। ২৬ জুন শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম বাদশাহ মিয়া চৌধুরী রোডস্থ ঘাসফুল প্রধান কার্যালয়ে ওয়েবিনারের মাধ্যমে সংস্থার ৩৯তম বার্ষিক সাধারণ সভায় বক্তারা এ কথা বলেন। ঘাসফুল চেয়ারম্যান বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ড. মনজুর-উল-আমিন চৌধুরীর’র সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত ঘাসফুল সাধারণ সভায় অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সচিব মাফরুহা সুলতানা, মানবাধিকারকর্মী এডভোকেট সালমা আলী, বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক জামশেদ সানিয়াত আহমেদ চৌধুরী, সৈয়দ আবিদুর রহমান, ড.সামিয়া হক, ডা.লুৎফর রহমান, মাজেদুর রহমান, চিত্র শিল্পী সামিনা নাফিজ, অডিট ফার্ম রহমান রহমান হক এর প্রতিনিধি শোয়েব চৌধুরী। ঘাসফুল পরিবারের বিভিন্ন সদস্যদের মৃত্যু এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন বরণ্য ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন করেন ঘাসফুল সাধারণ পরিষদ এর সদস্য জাহানারা বেগম। শোক প্রস্তাবে অর্ন্তভুক্ত ছিলেন ঘাসফুল-প্রতিষ্ঠাতা প্রয়াত শামসুন্নাহার রহমান পরাণ, প্রধান পৃষ্ঠপোষক মরহুম এম. এল. রহমান, ঘাসফুল নির্বাহী কমিটির সাবেক সভাপতি মরহুমা শাহানা আনিস ও মরহুমা হোসনেয়ারা বেগম, ঘাসফুল নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি মরহুম প্রফেসর ড. মোশাররফ হোসেন, সাধারণ পরিষদ সদস্য মরহুম আব্বাসউদ্দিন চৌধুরী, মরহুম এডভোকেট আল মামুন চৌধুরী, ডা. মাহাতাবউদ্দিন হাসান, মোহাম্মদ নাসিমুজ্জামান, ঘাসফুলের অকৃত্রিম সুহৃদ ঘাসফুল প্রতিষ্ঠাতা পরাণ রহমানের প্রবাসি কন্যা শামীম রহমান রুবা, ঘাসফুল বার্তা’র উপদেষ্টামন্ডলীর সদস্য লুৎফুন্নেসা সেলিম জিমি, ঘাসফুল এর নওগাঁ জোনে ধামইরহাট শাখার সহকারি কর্মকর্তা শাকিলা আক্তার, নিয়ামতপুর শাখার জুনিয়র অফিসার সোহাগ বাবু, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও সভাপতি, স্বাধীনতা ও একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট লোক বিজ্ঞানী এবং গবেষক ও সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান, প্রথিতযশা শিক্ষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক প্রফেসর ড. মাহমুদুল হক, বিশিষ্ট সাংবাদিক আ.হ.ম.ফয়সল। সভার এজেন্ডাভিত্তিক আলোচনায় সাধারণ সম্পাদকের পক্ষে চলতি অর্থবছরের সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সংবলিত পূর্ণাঙ্গ বিবরণী তুলে ধরেন সংস্থার সিইও আফতাবুর রহমান জাফরী এবং কোষাধ্যক্ষের পক্ষে আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার উপপরিচালক (অর্থ ও হিসাব) মারুফুল করিম চৌধুরী। আলোচনায় বিভিন্ন বিষয়ে গুরুত্বপুর্ণ মতামত প্রদান করেন, সাবেক মুখ্যসচিব ও ঘাসফুল সাধারণ পরিষদের সদস্য জনাব আবদুল করিম, প্রফেসর ড. গোলাম রহমান, ডাঃ সেলিমা হক, নির্বাহী সদস্য পারভীন মাহমুদ এফসিএ, যুগ্ম সাঃ সম্পাদক কবিতা বড়ুয়া।