উন্নত রাষ্ট্র বিনির্মাণে জনপ্রতিনিধিদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ

14

বান্দরান প্রতিনিধি

বান্দরবানে ৭ম ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়ন প্রদান উপলক্ষে মতবিনিময় সভা গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। উক্ত মতবিনিময় সভায় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম, একেএম জাহাঙ্গীর, দ্বীপ্তি কুমার বড়ুয়া, সত্যহা পানজি ত্রিপুরা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাঞ্চন জয় তংচংগ্যা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাই হ্লা অং মারমা, জেলা যুবলীগের আহবায়ক ক্য লু মংসহ সদর ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর ইউনিয়নের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান অং সা হ্লা মারমা, রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্য অং প্রু মারমা ও জামছড়ি ইউনিয়নের বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত চেয়ারম্যান ক্যচিংশৈ। এদিকে বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা বলেন, একটি সুখী-সমৃদ্ধশালী ও উন্নত রাষ্ট্র বিনির্মানে তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যোগ্যতা সম্পন্ন প্রার্থী না হলে ঐ এলাকা যেমন পিছিয়ে থাকে তেমন রাষ্ট্রও পিছিয়ে পড়ে। যার কারণে ইউনিয়নের সবগুলো ওয়ার্ডের নেতৃবৃন্দ ও প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে। দল যাকে মনোনিত করবে তার পক্ষে কাজ করতে হবে সকল শ্রেণির নেতৃবৃন্দকে। আর যারা বিরোধীতা করবে দল তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেয়া হবে।