‘উন্নত বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্ব দিতে হবে’

13

ভালো ব্যবস্থাপনার মাধ্যমেই বাস্তবায়ন প্রক্রিয়া অনেক সুন্দর ও সহজ হয়ে উঠবে। গত ৩১ মে শিক্ষা সেক্টর সম্পর্কে নির্দেশিত নীতি ও কৌশল সম্পর্কিত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সরকারের যথাযথ উদ্যোগ গ্রহণ ও কর্ম প্রক্রিয়া গ্রহণে সহায়তা করার উদ্দেশ্য নিয়ে গণসাক্ষরতা অভিযান ও ইউনেস্কো ঢাকা অফিসে আয়োজনে এবং স্থানীয় আয়োজক সংস্থা জেএসইউএস’র ব্যবস্থাপনায় নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালায় চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান (যুগ্ম সচিব) প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য রাখেন। মু. মাহমুদ উল্লাহ মারুফ চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টশন ওয়ার্কসপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রফেসর হোসাইন আহমেদ আরিফ এলাহী, পরিচালক, আঞ্চলিক কার্যালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, চট্টগ্রাম ও ড. মো: শফিকুল ইসলাম, বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা), আ.ন.ম তরিকুল ইসলাম, ডেপুটি সেক্রেটারি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়। অনুষ্ঠানের শুরুতে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা জেএসইউএস)-এর নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন, ইউনেস্কো ঢাকা অফিসের চীফ অব এডুকেশন হুহুয়া ফেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ড. মো: শফিকুল ইসলামের স্বাগত বক্তব্য রাখেন। উন্নয়নসংগঠক জালাল উদ্দিনের সঞ্চালনায় দু-পর্বে অনুষ্ঠিত কর্মশালার প্রথম পর্বে, মূল উদ্দেশ্যকে সামনে রেখে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান উপস্থাপন করেন সাবেক সচিব শ্যামল কান্তি ঘোষ, কনসালটেন্ট ড. জিয়াউস সবুর এবং গণসাক্ষরতা অভিযানের ডেপুটি ডিরেক্টর কে এম এনামুল হক। বিজ্ঞপ্তি