উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ হতে হবে কারিগরি শিক্ষায়

41

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষায় আরও বেশি দক্ষ জনবল সৃষ্টি করতে হবে বলে বলেছেন নগর যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ মহিউদ্দিন। গত বুধবার সকালে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (বিকেটিটিসি) আয়োজিত ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ প্রকৌশলী মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও বিদায়ী শিক্ষার্থী আব্দুল ও শতাব্দীর যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রকৌশলী নওরীন সুলতনা ও নিবেদিতা দাশ।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর ছাত্রলীগ নেতা মোশারফ হোসেন, মহানগর ছাত্রলীগের সদস্য নুরুল হক মনির, পলিটেকনিক ছাত্র সংসদের সাবেক ভিপি বেলাল উদ্দিন। বক্তারা বিদায়ী শিক্ষার্থীদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করার পাশাপাশি আধুনিক প্রযুক্তিগত ধারণা নিয়ে দক্ষ প্রকৌশলী হিসেবে নিজেদেরকে তৈরি করে সৎ ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহবান জানান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা আনিসুল ইসলাম সাজিদ, ইমন সরকার, ইয়াসিন আরাফাত বাপ্পী, মহিউল আলম, মহিম মিজান, পলিটেকনিক ছাত্র সংসদের ভিপি কাম্বার হোসেন রকি, জিএস শাহাদাত হোসেন ওমর প্রমুখ। খবর বিজ্ঞপ্তির