উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দেশে শিল্প উন্নয়ন সম্ভব

2

প্রফেসর ড. আ.ক.ম. আব্দুল কাদের বলেছেন, আধুনিক যন্ত্রপাতি ও উন্নত প্রশিক্ষণ না থাকলে দেশের শিল্প উন্নয়ন সম্ভব নয়। এই বিপুল সংখ্যক জনশক্তিকে উপযুক্ত কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণের মধ্যমে উৎপাদনমুখী কাজে ব্যবহার করতে পারলেই তারা রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। সেই সাথে তাদের নৈতিক ও সৎ মানুষ হতে হবে। সম্প্রতি ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) চট্টগ্রাম শাখার মাহে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এফডিইবি জেনারেল সেক্রেটারি ও চট্টগ্রাম শাখার সভাপতি প্রকৌশলী জয়নুল আবেদীন এর সভাপতিত্বে ও ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চট্টগ্রাম শাখার সেক্রেটারি প্রকৌশলী নুরুল আলম ও এফডিইবি কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য প্রকৌশলী মুহাম্মদ ইয়াছিন এর যৌথ সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফডিইবি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল বাকি। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এমফিল গবেষক বিশিষ্ট ইসলামি চিন্তবিদ মাওলানা মহিউদ্দিন মাহবুব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফডিইবি নেতা প্রকৌশলী আবুল কালাম, প্রকৌশলী রুহুল আমিন, প্রকৌশলী কে এম ইসহাক, প্রকৌশলী মিজানুর রহমান, প্রকৌশলী নুর আলম, প্রকৌশলী মাঈনুদ্দীন জীবন, প্রকৌশলী মেজবাহ উদ্দিন, প্রকৌশলী শওকত খান, প্রকৌশলী নিজাম উদ্দিন হেলালী, প্রকৌশলী আনিসুল ইসলাম মাহমুদ, আরমান হোসাইন। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক বিভাগীয় প্রধান প্রকৌশলী মোশাররফ হোসেন চৌধুরী, প্রকৌশলী আব্দুর রাজ্জাক, নকশা ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ ইউসুফ, প্রকৌশলী মুহাম্মদ ওসমান, প্রকৌশলী মুহাম্মদ ইকবাল, প্রকৌশলী শাহিনুল করিম প্রমুখ। বিজ্ঞপ্তি