উন্নত দেশ গড়তে হলে আদর্শিক শিক্ষার প্রয়োজন : আমিনুল ইসলাম

13

লোহাগাড়া প্রতিনিধি

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, উন্নত দেশ গড়তে হলে শিক্ষার্থীদেরকে আদর্শিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদেরকে সঠিক শিক্ষাদানের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। গত ১৮ সেপ্টেম্বর লোহাগাড়ার বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজে অনুষ্ঠিত এক সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ মো. ফয়েজ উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এড. হুমায়ুন কবির রাসেল ও লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোজাহিদ আলম কাইছার, অধ্যাপক স্বপন কুমার মজুমদার, অধ্যাপক বিরেন্দ্র দেব নাথ, অধ্যাপক স্বপন কুমার চৌধুরী, উত্তর আমিরাবাদ এম.বি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিয়া মোহাম্মদ শাহাজাহান ও বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ। সংবর্ধনা সভায় সম্মানিত অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আবদুল হাকিম চৌধুরী, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লোহাগাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীনিবাস দাশ সাগর, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাশেম মিয়া, দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আজিজুর রহমান, উপ- দপ্তর সম্পাদক এম.এস মামুন, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, চরম্বা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এস.এম ইউনুচ, লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সাবেক সভাপতি মামুন-উর রশিদ চৌধুরী, লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক হেফাজত উল্লাহ সিকদার, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম আজিজ, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নাজমুল হাসান টিপু ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিহান পারভেজ চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামকে সভাপতি করে সম্প্রতি ঘোষণা করা হয় লোহাগাড়ার বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা পরিষদের এডহক কমিটি। এ উপলক্ষে আয়োজন করা হয় উক্ত সংবর্ধনা সভা।