‘উন্নত জাতি গঠনে প্রশিক্ষণের বিকল্প নেই’

2

জিএম আইটি ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হিউম্যান রাইট ইন্টারনেশনাল লন্ডনের এর সেক্রেটারি জেনারেল, চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, উন্নত জাতি গঠনে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাপকভাবে কাজ করছে। জিএম আইটি এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার।
প্রায় এক হাজার নবীন উদ্যোক্তার উপস্থিতিতে জিএম আইটি ইনস্টিটিউট এর চেয়ারম্যান মো. কামরুল কায়েস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হলো ‘উদ্যোক্তা হতে কি লাগে?’ বিষয়ক কনফারেন্স। কনফারেন্সে প্রধান বক্তা ছিলেন ৮ নম্বর শোলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন রেনকন এর সিইও এন্ড এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর শাহরিয়ার রিমন, দৈনিক প্রিয় চট্টগ্রামের নির্বাহী সম্পাদক মির্জা ইমতিয়াজ শাওন, রিলায়েন্স এডুকেশন এন্ড হোসাইন ল অ্যাসোসিয়েশন এর সিইও এস এম ইকবাল জামিল। অতিথি ছিলেন জিএম আইটি ইনস্টিটিউট এর ম্যানেজিং ডিরেক্টর জাবেদ সিদ্দিকী নিল, এলিট মার্ট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর নাজাতুল আলম জিসান, আলী আজম তাসকিন, মো. আইয়ুব হেলালী, মো. আবু নাঈম, মোহাম্মদ সবুজ আরমান, মো. রাকিবুল ইসলাম, মো. মুমিন, মোহাম্মদ আজিম প্রমুখ।
প্রধান বক্তার বক্তব্যে কাউন্সিলর মোর্শেদ আলম বলেন, দেশ হতে বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তা হওয়ার বিকল্প নেই।
তানভীর শাহরিয়ার রিমন বলেন, গার্মেন্টস সেক্টর যেভাবে করে বাংলাদেশের রেমিট্যান্স নিয়ে আসছে, একইভাবে ফ্রিল্যান্সাররা ও আগামীতে বড় মাপের রেমিটেন্স নিয়ে আসবে।
প্রোগ্রামের সভাপতি মো. কামরুল কায়েস চৌধুরী বলেন, জিএম আইটিতে প্রশিক্ষণ নিয়ে ইতোমধ্যে হাজারখানেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, সরকারের সহযোগিতা পেলে আগামীতে লক্ষ লোকের কর্মসংস্থান হবে। বিজ্ঞপ্তি