উদ্যোক্তা ও বিনিয়োগকারী সংযোগ বিষয়ক কর্মশালা

140

স্টার্টআপ গ্রাইন্ড ইন পার্টনারশীপ উইথ গুগল চট্টগ্রাম এর আয়োজনে ও রোটারী ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সহায়তায় স¤প্রতি নগরীর আগ্রাবাদস্থ একটি অভিজাত রেস্তোরায় উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের পারষ্পরিক মতবিনিময় বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। “এ্যাংগেজমেন্ট অপরচুনিটিজ বিটুইন স্টার্টআপস এন্ড ইনভেস্টরস” এই প্রতিপাদ্যে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। স্টার্টআপ গ্রাইন্ড চট্টগ্রাম চ্যাপ্টার পরিচালক মোহাম্মদ শাহারিয়ার এর পরিচালনায় উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল এর প্রেসিডেন্ট মাসুদুর রহমান খান। রোটারী ও ক্লাব প্রজেক্ট সম্পর্কে বর্ণনা করেন ডেপুটি ডিস্ট্রিক্ট গভর্নর ও সিপি নজরুল ইসলাম নান্টু ও সহকারী ডিস্ট্রিক্ট গভর্নর প্রফেসর জাকারিয়া আলম। এছাড়া স্টার্টআপ চট্টগ্রাম ও স্টার্টআপ ইকোসিস্টেম সম্পর্কে আলোচনা করেন স্টার্টআপ চট্টগ্রাম এর সিইও আরাফাতুল ইসলাম আকিব, স্টার্টআপ গ্রাইন্ড চট্টগ্রাম এর কো-ডিরেক্টর বিরাট ভট্টাচার্য্য অভি। বিনিয়োগকারীদের মধ্যে রোড টু বøগ এর প্রতিষ্ঠাতা ইসতিয়াক রায়হান, আরটিটি টেক্সাটাইল্স গ্রুপ এর চিফ অপারেটিং অফিসার শাহাদাৎ হোসাইন মাসুদ, সফল ব্যবসায়ী সাকিল, হামিদুর রহমান অভিমত ব্যক্ত করেন এবং কর্মশালায় আরও বক্তব্য রাখেন হ্যালো ডর্ক্টস এর উদ্যোক্তা কামরুল ইসলাম ইলহাম, ইজি ফি এর উদ্যোক্তা নিজাম উদ্দিন, আবু হাসনাত সুমন, সাজিদ আহমেদ, অনিক বড়ুয়া, ইমেডি এর উদ্যোক্তা জাবেদুল ইসলাম ও অন্যান্যরা। কর্মশালায় তরুন উদ্যোক্তারা নিজেদের আইডিয়া এবং কিভাবে প্রতিটি ক্ষেত্রে বৈধভাবে বিনিয়োগ করে অর্থনৈতিক বিপ্লব ঘটানো সম্ভব সে ব্যাপারে নিজেদের সম্ভাবনাময়ী উদ্যোগ তুলে ধরেন। অপরদিকে বিনিয়োগকারীরা স্টার্টআপ গ্রাইন্ড ইন পার্টনারশীপ উইথ গুগল চট্টগ্রাম চ্যাপ্টারকে এ ধরনের কর্মশালায় আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে জানান, বিনিয়োগকারীরা এখন তাৎক্ষনিক মুনাফার চেয়েও প্রতিটি ব্যবসা ক্ষেত্র কতটা টেকসই ও জনকল্যাণমূলক হবে সে বিষয়ে গুরুত্বারোপ করে। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ একটি নিরাপদ ও লাভজনক হিসেবে বিবেচিত হচ্ছে। উদ্যোক্তারা নিজেদের মেধা ও শ্রমকে কাজে লাগাতে পারলে আমাদের অর্থনীতিতে ও বানিজ্যিক ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করে বাংলাদেশের স্টার্টআপস বহির্বিশ্বে ছড়িয়ে যাবে বলে তারা অভিমত ব্যক্ত করেন। উল্লেখ্য, ব্যবসায় ক্ষেত্রে সফল ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের জ্ঞান তরুন উদ্যোক্তাদের মাঝে ছড়িয়ে দেওয়া এবং নতুন উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করছে বৈশ্বিক অনলাইন প্লাটফর্ম স্টার্টআপ গ্রাইন্ড পার্টনারশীপ উইথ গুগল চট্টগ্রাম চ্যাপ্টার। তারই ধারাবাহিকতায় উক্ত কর্মশালার আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি