উত্তর মেসিডোনিয়ায় করোনা হাসপাতালে আগুনে নিহত ১০

1

 

ইউরোপের দেশ উত্তর মেসিডোনিয়ায় একটি করোনা হাসপাতালে আগুন লেগে অন্তত ১০ জন নিহত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যাচ্ছে, একটি ভবনে আগুন জ্বলছে। টেটোভো শহরের ওই এলাকার আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে।
স্থানীয় সময় বুধবার অগ্নিনির্বাপনকর্মীরা এক ঘণ্টারও কম সময়ে আগুন নেভাতে সক্ষম হন। স্থানীয় সময় রাত ৯ টার দিকে এই আগুন লেগেছিল। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভেঙ্কো ফিলিপসে সতর্ক করে দিয়ে বলেন, আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে। টুইটারে তিনি লিখেছেন, ‘এটি খুব দুঃখজনক একটা দিন। কিছু সংকটাপপন্ন রোগীকে রাজধানী স্কোপজেতে পাঠানো হয়েছে। আহতদের জীবন বাঁচানোর জন্য চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’ মন্ত্রী আগুনের এই ঘটনাকে ‘ভয়ঙ্কর দুর্ঘটনা’ বলে উল্লেখ করেন। উত্তর মেসিডোনিয়ার প্রধানমন্ত্রী জোরান জায়েভ বলেছেন, একটি বিস্ফোরণ থেকে আগুনের সৃষ্টি হয়ে থাকতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে। ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ‘এটি হৃদয়বিদারক একটি ঘটনা। আগুনের কারণ চিহ্নিত করা হবে।’