উত্তর জেলা বিএনপির মানববন্ধন কর্মসূচির প্রস্তুতি সভা

23

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে ৫ মার্চ বিকেলে নাসিমন ভবন দলীয় কার্যালয়ে কেন্দ্র ঘোষিত ১১ মার্চের মানববন্ধন কর্মসূচির প্রস্তুতি সভা উত্তর জেলা বিএনপির আহব্বায়ক গোলাম আকবর খোন্দকার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। তিনি বলেন, ভোটারবিহীন এই নিশি রাতের সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই।এই অবৈধ সরকারের প্রতি জনগণের আস্থা নেই।কারণ বর্তমানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির কারণে জনগণ অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। অন্যদিকে সরকারি দলের নেতাকর্মীরা বিভিন্ন প্রজেক্টের নামে কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে।তাই তারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না।
তিনি ১১ মার্চের মানব বন্ধন সহ সব ধরনের আন্দোলনে যোগ দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য জনগণের প্রতি আহবান জানান।
প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, স্বৈরাচারী শাসকরা স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ে না ।এই সরকারকে হটাতে হলে রাজপথের আন্দোলন জোরদার করতে হবে। আরো বক্তব্য রাখেন, যুগ্ম আহব্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, ছালাহ উদ্দিন, নূর মোহাম্মদ, নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কর্নেল আজিম উল্লাহ বাহার, এডঃ আবু তাহের,জসিম উদ্দিন শিকদার,আজম খাঁন, ডা. খুরশিদ জামিল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, আবু আহমেদ হাসনাত, শাহীদুল ইসলাম চৌধুরী, আনোয়ার হোসেন , ইউসুফ নিজামী, মোবারক হোসেন কাঞ্চন, আহসানুল কবির তালুকদার রিপন প্রমুখ। বিজ্ঞপ্তি