উত্তর জেলা আহলে সুন্নাতের সভা

11

জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে আগামী ১০ এপ্রিল আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের আয়োজনে চট্টগ্রাম বিভাগীয় সুন্নী মহাসমাবেশ সফল করার লক্ষ্যে উত্তর জেলা আহলে সুন্নাতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ বিকাল ৪টায় হাটহাজারী বাসস্টেশনস্থ হোটেল আল জামানের ৩য় তলায় কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জমাআত চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি শায়খুল হাদিস আল্লামা হাফেজ সোলায়মান আনসারী। সংগঠনের সাধারণ সম্পাদক উপাধ্যাক্ষ মুফতি জসিমউদ্দীন আলকাদেরী’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আল্লামা হাফেজ রুহুল আমিন, অধ্যক্ষ সৈয়দ খোরশিদ আলম, আল্লামা আবুল কালাম বয়ানী, শাহাজাদা কাজী সৈয়দ আতিকউল্লাহ, মাওলানা নুরুল আলম চৌধুরী, অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরী, হাফেজ আবদুর রহমান জামি, মাওলানা সামশুল আলম হেলালী, মাওলানা আলীশাহ নেছারী, মাওলানা জসিম উদ্দীন আবেদী, মাওলানা শহীদুল আলম শাহ আলহাদী, মাওলানা মীর হাছানুল করিম, মাওলানা সামশুল আলম নঈমী, মাওলানা মো. সালাউদ্দীন শাহ্, মাওলানা আবু জাফর হেলালী, মাওলানা ওবাইদুল মোস্তফা কদম রসুলী, মাওলানা ্সাইফুর রহমান ফারুকী, অ্যাডভোকেট সৈয়দ মো. শাহজামান, মাওলানা সিরাজুল ইসলাম চিশতী, অধ্যক্ষ মাওলানা মোস্তাক আহম্মদ আলকাদেরী, মাওলানা মো. ইদ্রিছ আনছারী, অধ্যক্ষ আব্দুল আউয়াল প্রমুখ। সভাপতির বক্তব্যে আল্লামা হাফেজ সোলায়মান আনছারী বলেন, সুন্নী সুফিবাদি মুসলমানদের জাতীয় জাগরণ আজ সময়ের দাবি। জঙ্গিবাদি, ইসলামবিদ্বেষী ও বিকৃতকারী গোষ্ঠী আজ একাট্টা হয়ে সুন্নী পন্থিদের পরাভূত করতে চায়। সুন্নিয়তের বিরুদ্ধে বাতিল পন্থিরা আজ এক কাতারে। অন্যদিকে অনৈক্য, কাদা ছোড়াছুড়ি, পারস্পরিক অশ্রদ্ধা ও বিভক্তির কারণে সুন্নীপন্থীরা সর্বক্ষেত্রে পিছিয়ে পড়ছে। আসন্ন সুন্নী মহাসমাবেশ বৃহত্তর সুন্নী ঐক্য গড়ার প্ল্যাটফরম তৈরি করবে ও সুন্নিদের উজ্জীবনের ক্ষেত্রে প্রেরণা জোগাবে।-হাটহাজারী প্রতিনিধি