উত্তর কোরিয়ায় গভীর রাতে সামরিক কুচকাওয়াজ

1

 

দেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কিম ইল সাং স্কোয়ারে বুধবার গভীর রাতে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। তাতে সভাপতিত্ব করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। রোদং সিনমুন পত্রিকা কিম জং উনের একটি ছবি প্রকাশ করেছে।
তাতে কিমকে ক্রিম স্যুট পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। তিনি একটি ব্যালকনি থেকে সেনাসদস্য ও দর্শকদের উদ্দেশ্যে পতাকা ওড়াচ্ছেন। এক বছরেরও কম সময়ে পরমাণু অস্ত্রধারী দেশের এটি তৃতীয় এমন ডিসপ্লে। এর আগে রাতে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজ লাইভ সরাসরি স¤প্রচার করা হয়নি। কিন্তু কয়েক ঘণ্টা পর তা রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়। পিয়ংইয়ং তার পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে।