উত্তর কাট্টলী পলিথিন কারখানার মালিকদের বিরুদ্ধে পরিবেশের মামলা

12

নিজস্ব প্রতিবেদক
পাহাড়তলী থানাধীন ১০নং উত্তর কাট্টলীর কর্নেল জোন্স রোডের মুন্সিপাড়া এলাকায় এমএসআর প্যাকেজিং নামের একটি পলিথিন কারখানার মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলাটি দায়ের করেন। এর আগে গত ১ ফেব্রæয়ারি প্রতিষ্ঠানটিতে এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, কারখানাটিতে ছয় প্রকার পলিথিন শপিং ব্যাগের নমুন সংগ্রহ করা হয়। সংগৃহীত নমুনার মধ্যে ৫ টির ব্যাগে কোনো প্রকার ছাপ পাওয়া যায়নি। দুই প্রকার ব্যাগ ছিল স্বচ্ছ বর্ণের, দুই প্রকার ব্যাগ সাদা এবং অস্বচ্ছ, এক প্রকার ব্যাগ হলুদ ও অস্বচ্ছ, এক প্রকার ব্যাগ হালকা হলুদ, অস্বচ্ছ ও হাতওয়ালা। পরিবেশ অধিদপ্তরের ল্যাব পরীক্ষায় তিনটি নমুনার পুরুত্ব ২১, ২২ ও ৩২ মাইক্রোন এবং তিনটি নমুনার পুরুত্ব ৬৬, ৭০ ও ৮০ মাইক্রোন।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক হিল্লোল বিশ্বাস জানান, এনফোর্সমেন্ট অভিযান চালানোর পর কারখানার মালিক সাঈদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মো. রেজাউল করিমকে শুনানীতে তলব করা হয়। শুনানীকালে পলিথিন শপিং ব্যাগের নমুনাগুলো তাদের কারখানায় উৎপাদিত হয়েছে বলে স্বীকার করেন দুই মালিক। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন উৎপাদন করায় তাদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়। পরে থানায় মামলাটি করা হয়।