উত্তর কাট্টলী পন্ডিতবাড়ির ছয় মুক্তিযোদ্ধা সংবর্ধিত

15

 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উত্তর কাট্টলী পন্ডিত বাড়ির উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধারা পায়রা উড়িয়ে দিনব্যাপী এই অনুষ্ঠানের শুভসূচনা করেন। প্রাক্তন সরকারি কর্মকর্তা ফারুক আহমেদ সভাপতিত্বে ছয়জন মুক্তিযোদ্ধাকে সম্মননা প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধামো. সেলিম উল্ল্যা, মো. লোকমান, মো. আকতার ও মো. শাহাবুদ্দিন এবং মরহুম জসিম উদ্দিন ও মো. আজমকে মরণোত্তর সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।
বক্তরা বলেন একটি বাড়ির ৬ জন মুক্তিযোদ্ধা পাওয়া আমাদের জন্য গৌরবের। বিভিন্ন জায়গা থেকে আমরা সম্মাননা গ্রহণ করেছি- কিন্ত আজকের সম্মননাটা ব্যাতিক্রম এবং অনুভূতিময়। যে বাড়িতে জন্মগ্রহণ করেছি সে বাড়ির মিলনমেলায় বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি আমাদেরকে স্মরণীয় করে রাখতে যে উদ্যোগ তা সত্যিাই প্রসংশনীয়। খতমে কোরান, মিলাদ মাহফিল ও জেয়ারতের মাধ্যামে শুরু হওয়া দিনব্যাপী অনুষ্ঠানমালায় বাড়ির পরিবারের সদস্যদের ক্রীড়া প্রতিযোগীতা, মুক্তিযদ্ধের ওপর নির্মিত স্লাইড শো, সমাজ ও দেশের বিভিন্ন ক্ষেত্রে যারা ভূমিকা পালন করেছে- বাড়ির সে সকল গুণীজনদের নিয়ে তথ্যচিত্র, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেজবানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি