উত্তর কাট্টলীতে মমতার আরবান প্রকল্পের সভা

2

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সহায়তায় মমতা’র পরিচালনাধীন আরবান প্রাইমাররি হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের উদ্যোগে ওয়ার্ড প্রাইমারি হেলথ কেয়ার কো-অর্ডিনেশন কমিটির সমন্বয় সভা স¤প্রতি ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলর ও ওয়ার্ড কো-অর্ডিনেশন কমিটির কমিটির সভাপতি ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। সমন্বয় সভায় ওয়ার্ডের কর্ম এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানসহ সমন্বিত মা ও শিশু স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়ে অবহিত করা হয়। এসময় এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর কাক্সিক্ষত স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে অবদান রাখায় মমতা’র আরবান প্রকল্পের চলমান কার্যক্রমের প্রশংসা করেন সভাপতি।
তিনি বলেন, মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুহার রোধকরণে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীসহ সকল স্তরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে আরবান প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রকল্পের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে তিনি পরামর্শ দেন। এসময় মমতার আরবান প্রাইমারি হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের ম্যানেজার, প্রকল্পের অন্যান্য কর্মকর্তা-কর্মীবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি