উত্তরা মোটর্সে মারুতি সুজুকি ইন্ডিয়ার তত্ত্বাবধানে প্রশিক্ষণ

10

 

মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের তত্ত্বাবধানে পাঁচ দিনের একটি উন্নত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় উত্তরা মোটর্স লিমিটেড, তেজগাঁও ঢাকায়। মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের ঊর্ধ্বতন ব্যবস্থাপক (প্রশিক্ষণ), বিনয় সিন্ধু নিজে উপস্থিত থেকে প্রশিক্ষণটি পরিচালনা করেন। উত্তরা মোটর্স লিমিটেড কর্তৃক বাংলাদেশের বাজারে বিক্রিত সকল মারুতি সুজুকি গাড়ির উপর ছিল এই প্রশিক্ষণ। প্রশিক্ষণের অন্যতম দিক ছিল যে কোন গাড়ির ত্রুটি চিহ্নিত করার জন্য ডিজিটাল যন্ত্রাংশ ব্যবহার, ইঞ্জিনের অধিকতর প্রশিক্ষণ, গাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক গ্যাজেট, সাসপেনশন সিস্টেম, ব্রেকিং সিস্টেম, গিয়ার বঙ এ্যাসেম্বেলসহ অন্যান্য। ডায়াগনস্টিক এবং ফল্ট ফাইন্ডিং এই প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। পরিশেষে অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থীকে মূল্যায়ন করা হয়। এই প্রশক্ষণ অবশ্যই উত্তরা মোটর্স লিমিটেডের সকল ইঞ্জিনিয়ার এবং সিনিয়র টেকনিশিয়ানদের সর্বোত্তম পরিষেবা দিতে এবং তাদের গ্রাহকদের আনন্দিত করতে সাহায্য করবে।