উত্তরা মোটর্সের সুজুকি নতুন সুইফট গাড়ির বাজারজাত শুরু

10

দেশের শীর্ষ স্থনীয় গাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটর্স লিমিটেড ‘লিমিটলেস্ থ্রীল’ ট্যাগ লাইন নিয়ে সুজুকি সুইফট এর নতুন মডেল বাজারজাতকরণ শুরু করল। সুইফট এর এগ্রেসিভ স্টাইলিং, স্পোর্টি লুক এবং পাওয়ার-প্যাক্ড পারফরম্যান্সের মাধ্যমে হটহ্যাচ ক্যাটাগরিতে বিশ্বব্যাপী একটি মানদণ্ড তৈরি করেছে। সুজুকি নতুন সুইফট গাড়ি সম্পর্কে উত্তরা মোটর্স লিমিটেড এর হেড অব বিজনেস প্লানিং নাঈমুর রহমান বলেন, ২০০৬ সালে বাজারজাত শুরু হওয়ার পর থেকেই সুজুকি বিশ্বে হ্যাচব্যাক গাড়ির বিভাগে বিপ্লব ঘটিয়েছে। সুজুকি গাড়ির গ্রাহকদের চাহিদাকে গুরুত্ব দিয়ে উত্তরা মোটর্স আজডুয়েল জেট ডুয়েল ভিভিটি ১২০০ সিসি ইঞ্জিন সমৃদ্ধ সুজুকি নতুন সুইফট বাজারজাত শুরু করলো। নতুন সুইফট প্রতিটি কোণ থেকে কর্মক্ষমতা, শৈলী এবং গতিশীলতার কথা বলে। এর ডুয়েল টোন স্পোর্টি ডিজাইনটি স্টাইলিশ। এতে রয়েছে কী সিঙ্ক্রোনাইজড অটো ফোল্ডিং ওআরভিএম, ক্রুজ কন্ট্রোল সিস্টেম, ডিআরএলসহ এলইডি প্রজেক্টর হেড ল্যাম্পস। বিজ্ঞপ্তি