উচ্ছেদ করা ফুটপাত রক্ষায় পুলিশের সাহায্য চায় চসিক

21

নিজস্ব প্রতিবেদক

ফুটপাতকে দখলমুক্ত রাখতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করছে। উচ্ছেদের পর পুনরায় দখল ঠেকাতে স্ট্রাইকিং ফোর্স গঠন করলেও সুফল মিলছে না। একদিকে উচ্ছেদ অন্যদিকে ফের দখল হয়ে যাচ্ছে ফুটপাত। তাই এবার নিয়মিত মনিটরিং নিশ্চিত করতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সহযোগিতা চায় চসিক। এ নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার বরাবর পত্র দিয়েছেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মোহাম্মদ শহীদুল আলম।পত্র সূত্রে জানা যায়, সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী নগরীকে নান্দনিক, বাসযোগ্য ও নিরাপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ফুটপাত-রাস্তা দখলকারী হকার ও স্থাপনা উচ্ছেদপূর্বক জনচলাচল নির্বিঘœ করার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। কিন্তু উচ্ছেদ পরবর্তী সময়ে সুফল পাওয়া যাচ্ছে না। চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা উচ্ছেদকৃত ফুটপাত ও রাস্তার পুনর্দখর রোধে সিএমপি’র অধীনস্ত থানাসমূহের ওসিদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চলমান উচ্ছেদ কার্যক্রমের সুফল পেতে সহযোগিতা চায় চসিক।
গতকাল রোববার পত্র প্রেরণের বিষয়টি পূর্বদেশকে নিশ্চিত করে মেয়রের একান্ত সচিব ও ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম জানান, এ যাবত আমরা ২০টি বড় এবং ১৫টির অধিক ছোট উচ্ছেদ অভিযান পরিচালিত চালিয়েছি। বড় উচ্ছেদগুলোর মধ্যে ৫টি ছাড়া বাকিগুলো পুনরায় দখল হয়ে গেছে। স্থানীয় সন্ত্রাসী ও প্রভাবশালীদের কারণে অভিযানের সুফল মিলছে না। তাই স্থানীয় থানা পুলিশের আন্তরিক সহযোগিতা খুবই প্রয়োজন। সিএমপি থেকে ওসিদের নির্দেশনা দিলে বিষয়টি সহজ হয়ে যায়। দিনশেষে নগরবাসী স্বস্তি পাবে।