উচ্চারকের বিজয়ের কবিতা আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত

50

দেশের প্রতিনিধিত্বশীল আবৃত্তি ও মনন চর্চার সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জ মাসিক আয়োজন ‘তরুণালোয় অরুণোদয়ের স্বর’ শীর্ষক অনুষ্ঠানের ২৭তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। এবারের পর্বটি সাজানো হয়েছে মহান বিজয় দিবসের কবিতা নিয়ে। নগরীর এম এম আলী রোডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে গত শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন উচ্চারক সভাপতি আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহের। উচ্চারকের সাধারণ সম্পাদক মৌসুমী চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে আবৃত্তি ও পাঠ করেন উচ্চারক সদস্য দীপা দাশ মিতু, জামশেদ হোসাইন, শামসুল আরেফিন, রোখসানা আকতার সিলভিয়া, সাঈদ ফারহানা রুম্পা, সুপ্রিয়া চৌধুরী, মোহাম্মদ হামিদ ও ইকরা বিনতে বিল্লাহ। অনুষ্ঠানে আবৃত্তি ও পাঠ পরবর্তী আলোচনায় অংশ নেন উচ্চারকের অর্থ সম্পাদক শামীমা ইয়াছমিন, নির্বাহী সদস্য মন্দিরা বিশ্বাস, পুনম দত্ত, নাজিফা তাজনুর, সানজিদা জয়নাব খুশি প্রমুখ।
আলোচনায় উচ্চারক সভাপতি ফারুক তাহের বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এদেশের মানুষের ত্যাগের ইতিহাস। রক্তে রঞ্জিত এই যুদ্ধে যে ৩০ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন, তাঁদের প্রতিটি প্রাণ বিসর্জনের পেছনে রয়েছে এক একটি মহাকাব্যিক ইতিহাস। আর যাঁরা যুদ্ধ করে বেঁচে ছিলেন তাঁদেরও প্রত্যেকের রয়েছে ভিন্ন ভিন্ন কাব্যিক ও গাল্পিক ট্র্যাজেডি। এসব ত্যাগ ও মহিমার সঠিক ইতিহাস একদিন রচিত হবে কারো না কারো হাত দিয়েই। বিজ্ঞপ্তি