উচ্চশিক্ষা ও গবেষণাকে গুরুত্ব দেওয়ার পরামর্শ ইউজিসি’র

4

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মপরিকল্পনা প্রণয়নে দেশের উচ্চশিক্ষা ও গবেষণাকে বিশ্বমানে উন্নীত করা এবং মানসম্মত উচ্চশিক্ষা ব্যবস্থাপনায় গুণগতমান নিশ্চিতকরণের পরামর্শ দিয়েছেন ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
আগামী অর্থবছরের জন্য ইউজিসি’র এপিএ চুক্তির খসড়া কর্মপরিকল্পনা প্রণয়নে গত ২১ এপ্রিল অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউজিসি এপিএ কমিটির আহব্বায়ক প্রফেসর আলমগীর বলেন, এপিএ’র কর্মপরিকল্পনা প্রণয়নে দেশের আর্থ-সামাজিক চাহিদা বিবেচনায় নিতে হবে। এ অনুসারে মানসম্মত উচ্চশিক্ষার স¤প্রসারণ এবং উচ্চশিক্ষায় সমঝোতা ও সহযোগিতা জোরদারসহ দক্ষতা উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির ঘটনা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানী বন্ধ করতে গৃহীত পদক্ষেপ তিনি এপিএ’র কর্মপরিকল্পনায় যুক্ত করার পরামর্শ দেন। তিনি এপিএ কর্মপরিকল্পনা সুনির্দিষ্ট ও লক্ষভেদী করা, সময়মতো ও সুষ্ঠু বাস্তবায়নের আহŸান জানান। বিজ্ঞপ্তি