উচ্চতর বিজ্ঞান-প্রযুক্তি শিক্ষায়ও মাতৃভাষাকে গুরুত্ব দিতে হবে

36

চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রকৌশলী মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, একটি জ্ঞান ও প্রযুক্তি নির্ভর সমাজ বিনির্মাণে মাতৃভাষায় বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা সহায়ক শক্তি হিসেবে কাজ করে। কিন্তু বাস্তবতা হলো উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার ক্ষেত্রে মাতৃভাষা উপেক্ষিত হওয়ায় সাধারণ বাঙালির ঘরে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সন্তানরা বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় এগিয়ে আসতে পারছে না। তিনি গত রোববার বিকেলে নগর ভবন চত্বরে একুশ মেলা পরিষদ আয়োজিত ভাষা ও সংস্কৃতি উৎসবের সমাপণী দিনে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেছেন। বিশেষ অতিথির বক্তব্যে শহীদ সরওয়ার্দ্দী মেডিকেল কলেজের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, মানুষের পাঁচটি মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য- এই পাঁচটি মৌলিক চাহিদা পূরনের মধ্য দিয়ে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। ঔপনিবেশিক আমলে বাঙালিরা এ পাঁচটি মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল বলেই ভাষা আন্দোলনের মধ্য দিয়েই একাত্তরে একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের সফল পরিণতিতে স্বাধীন বাঙালি জাতি সত্ত্বা প্রতিষ্ঠিত হয়েছে।
সভাপতির ভাষণে ভাষা ও সংস্কৃতি উৎসব উদযাপন পরিষদের আহবায়ক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, ভাষা ও সংস্কৃতি উৎসবের আনন্দময় চারটি দিনে ভাষা সংস্কৃতি নিয়ে বক্তাদের অনেক মূল্যবান বক্তব্য এসেছে। একটা বিষয় সুস্পষ্ট যে, ভাষা ও সংস্কৃতি নিয়ে আমাদের রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক ভাবে এখনো অনেক কাজ করার বাকি রয়েছে। আলোচনা সভা শেষে প্রযুক্তি ও বিজ্ঞানে প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় ডা. উত্তম কুমার বড়–য়ার হাতে একুশে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া ভাষা ও সংস্কৃতি উৎসবের প্রণোদনা ও পৃষ্ঠপোষকতার জন্য প্রকৌশলী রাজীব বড়ুয়াকে একুশে স্বীকৃতি সম্মাননা স্মারক প্রদান করা হয়। ভাষা ও সংস্কৃতি উৎসব উদযাপন পরিষদের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম মোস্তাফিজের সঞ্চালনায় অনুষ্ঠিত ভাষা সংস্কৃতি উৎসবের আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য জাহেদুর রহমান সোহেল। ভাষা ও সংস্কৃতি উৎসবের আলোচনা সভা শেষে দলীয় নৃত্য পরিবেশন করেন চারুতা নৃত্যকলা একাডেমী, পরিচালনায় ফজল আমিন শাওন। সংগীত পরিবেশন করেন বেতার ও টেলিভিশন শিল্পী প্রিয়া ভৌমিক, রুপি চৌধুরী, শানু মার্মা, সঞ্চিতা দে প্রমুখ। বিজ্ঞপ্তি