উগান্ডায় ভ‚মিধসে ১৬ জন নিহত

23

উগান্ডায় ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে কমপক্ষে ১৬ জন মারা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মানবাধিকার সংগঠন রেড ক্রস এর বরাত দিয়ে জানায়, বুন্দিবুগিও পাহাড়ে কোকোয়া গাছের নিচে বেশ কয়েকজনের মৃতদেহ রয়েছে। আমাদের টিম এসব মরদেহ উদ্ধারে কাজ করে যাচ্ছে। এটা সত্যিই খুব ভয়াবহ পরিস্থিতি।
পূর্ব আফ্রিকার দেশটিতে কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে বুন্দিবুগিও জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে। চলতি মাস জুড়েই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কর্তৃপক্ষ। ভারী বৃষ্টিপাতের কারণে দেশটির বিভিন্ন নিচু এলাকা পানির নিচে ডুবে গেছে।