‘উখিয়া থেকে মাদক ও দুর্নীতি দূর করতে হবে’

46

উখিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল মনসুর চৌধুরী বলেছেন, তিনি ৭০দশক থেকে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। তৎমধ্যে ১৯৭৮ সাল থেকে ১৯৮২ সালের দলের কঠিন মুহুর্তে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদকের দায়িত্বপালন করেছি। ১৯৮৫ থেকে ১৯৯২ সাল পর্যন্ত উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের সুযোগ হয়েছে আমার। আমাদের দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো দলের সাথে বেঈমানী করিনি। এবার উখিয়া উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেলে উখিয়াকে মাদক ও দুর্নীতিমুক্ত ঘোষণা করব। গত বৃহস্পতিবার সকাল ১০টায় উখিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল মনসুর চৌধুরী এসব কথা বলেন। তথাপিও তিনি দলের সাথে বেঈমানি করেননি। দল তাকে মনোনয়ন দিলেও খুশি আর না দিলেও দলের সাথে অভিমান করার কোন অভিলাস তার নেই। যেহেতু, রাজনীতির মাধ্যমে তিনি কোন দিন বা কোন ভাবে অবৈধ সম্পদ অর্জন করেননি। প্রভাব বিস্তার করে সাধারন মানুষকে হয়রানি করে কালো টাকা আয় করার অভিপ্রায় তার নেই। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একজন সাংবাদিক বান্ধব হিসাবে তার রাজনৈতিক জীবনের কিছু কথা তোলে ধরার জন্য তিনি অনুরোধ জানান। এসময় উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহিন, রফিক উদ্দিন বাবুল, রফিকুল ইসলাম, গফুর মিয়া চৌধুরী, হানিফ আজাদ, নুর মোহাম্মদ সিকদার, হুমায়ুন কবির জুশান, শফিক আজাদ, মাহমুদুল হক বাবুল, শ.ম. গফুর, কায়সার হামিদ মানিক প্রমুখ।