উখিয়ায় ১৬ দোকানকে জরিমানা

15

উখিয়া উপজেলার প্রশাসন বিভিন্ন হাটবাজারে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে। সম্প্রতি এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি)। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী মরিচ্যা ও সোনারপাড়া বাজারে ৪টি মুদির দোকানে অভিযান চালিয়ে অতিরিক্ত দাম, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ৬৫ টাকা, পরিবেশ আইন অমান্য করে পাহাড় কেটে মাটি পাচারকালে মাটি ভর্তি একটি ডাম্পার গাড়িকে আটক করে ১লাখ টাকা এবং বাল্যবিবাহ প্রতিরোধ আইনে একজনকে ১০ হাজার টাকাসহ ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। ইউএনও অভিযান পরিচালনাকালে বিভিন্ন হোটেল, মুদির দোকানসহ মালামাল ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্টানকে সতর্ক করে বলেন, যতদিন নির্ধারিত দামে মালামাল বিক্রি, কৃত্রিম সংকট সৃষ্টি করে ক্রেতাদের হয়রানী বন্ধ হবে না ততদিন এই অভিযান অব্যাহত থাকবে। একই সময়ে সহকারি কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান উখিয়া বিভিন্ন হাটবাজারে অভিযান চালিয়ে ১২টি কাঁচা তরকারি ও মুদির দোকান মালিককে অতিরিক্ত দাম নেওয়ার অপরাধে ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে প্রত্যকে ১৫ দিনের কারাদন্ডের আদেশ দিয়েছেন। তিনি বলেন, অভিযানে উপজেলার থাইংখালী বাজারে ৪ দোকানে ৫৫ হাজার, পালংখালী বাজারে ২ দোকানে ৭০ হাজার, মরিচ্যা বাজারে ৫ দোকানে ১ লাখ ১৫ হাজার এবং কোটবাজার ১ দোকানে ২০ হাজার টাকা সহ মোট ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি জানান, দেশে করোনা ভাইরাসের প্রভাব পড়েছে। তাই অনেকে তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করে রাখতেছে। এই সুবাধে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্যের দাম বেশি নিচ্ছে। যারা দাম বেশি নিচ্ছে তাদেরকে জরিমানা করা হয়েছে। হাটবাজার নিয়ন্ত্রণ রাখতে এই অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানিয়েছেন।