উখিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই রোহিঙ্গার মৃত্যু

3

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রোহিঙ্গা বাবা-ছেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ১২ মে কুতুপালং ক্যাম্প-১ ডি/৪ ব্লকে নুরুল আলমের ঘরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। ঘটনার পরপরই নুরুল আলম (৫৯) ও তার ছেলে আনোয়ার কামাল (১২) কে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে অবস্থার অবনতি ঘটে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চারদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গতকাল দুপুরে তারা মারা যান।
কক্সবাজার ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাঈমুল হক সাংবাদিকদের বলেন, নুরুল আলমের ঘরে তার স্ত্রী চুলায় রান্না বসাতে গেলে চুলার পাইপে আগুন ধরে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এসময় চুলার অশাপাশে থাকা ছয়জন দগ্ধ হয়। তাদেরকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে পরে চমেক হাসপাতালে পাঠানো হলে সেখানেই বাবা-ছেলের মৃত্যু হয়।