উখিয়ায় গোলাগুলির পর দুই লাখ ইয়াবা উদ্ধার

11

উখিয়া প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলা সীমান্তে ‘গোলাগুলির পর’ দুই লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে; এ সময় আটক করা হয়েছে একজনকে। গতকাল বুধবার ভোররাতে উপজেলার রত্নাপালং ইউনিয়নের তুলাতলী জলিলের গোদা ব্রিজ এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে বিজিবির কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হোসাইন কবির জানান। আটক ব্যক্তির নাম ও পরিচয় জানায়নি বিজিবি।
মেহেদী হোসাইন বলেন, গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। একপর্যায়ে মিয়ানমার থেকে আসা লোকজনকে দেখতে পেয়ে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এ সময় তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। গোলাগুলির একপর্যায়ে পালিয়ে যাওয়ার সময় বিজিবির সদস্যরা একজনকে আটক করে। পরে আটক ব্যক্তির সঙ্গে থাকা একটি বস্তা খুলে পাওয়া যায় দুই লাখ ইয়াবা। এর মূল্য আনুমানিক ছয় কোটি টাকা। এ ব্যাপারে উখিয়া থানায় মামলা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।