উখিয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়

31

এবারের প্রকাশিত এইচএসসি’র ফলাফলে মারাত্মক বিপর্যয় ঘটেছে উখিয়ার কলেজগুলোতে। তৎমধ্যে উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ৩ বিভাগে মোট এবার পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল ৬৬৫জন শিক্ষার্থী। পাশ করেছে ১৫৪জন। পাশের হার ২৭%। তবে তার তুলনায় কিছুটা ভাল করেছে উখিয়ার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ। পাশের হার ৪৪%। পরীক্ষার্থী ছিল ৪৭৬জন, পাশ করেছে ২১০জন শিক্ষার্থী। শতভাগ পাশের মধ্য দিয়ে গৌরব ধরে রেখেছে রুমখাঁ আলিম মাদ্রাসা। পরীক্ষার্থী ছিল ৫১জন, পাশ করেছে ৫১জন। তার পাশাপাশি রাজাপালং এমইউ ফাযিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল ১৪৭জন, পাশ করেছে ১৪২জন পরীক্ষার্থী। পাশের হার ৯৭%।
এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফজলুল করিম বলেন, কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে অধিকাংশ রোহিঙ্গা ক্যাম্পে চাকরি করে। চাকরি করেতো আর নিয়মিত ক্লাস করা সম্ভব না। তাই ওইসব ছেলে/মেয়েরা ফেল করেছে। বেশিরভাগ পরীক্ষার্থী এক বিষয়ে রেজাল্ট খারাপ করেছে বলে তিনি জানিয়েছেন।