উখিয়ার রত্নাপালং কমিউনিটি ক্লিনিকে মা সমাবেশ

38

মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের আমতলি কমিউনিটি ক্লিনিকে এক মা’ সমাবেশ অনুষ্ঠানে এএনসি হিমোগ্লোবিন, সুগার এবং রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উখিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে ডা. ফাহমিদা উপস্থিত ২শতাধিক গর্ভবতি মা’দের স্বাস্থ্য পরীক্ষা সহ সার্বিক বিষয়ে সচেতনতামূলক কথাবার্তা বলেন।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দিন ব্যাপী মা সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এনজিও সংস্থা পিএইচডি’র ফিল্ড কো-অডিনেটর শিলানন্দ টিটু বড়ুয়া, শুভেচ্ছা বক্তব্য রাখেন, পিএইচডি’র কো-অডিনেটর তহিদুল ইসলাম, বক্তব্য রাখেন সুজনের সভাপতি সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, এটিআই মিহির বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উখিয়া-টেকনাফের পিএইচডি’র প্রোগ্রাম কো-অডিনেটর মুসলেহ উদ্দীন। উল্লেখ্য এনজিও সংস্থা পিএইচডি’র অর্থায়ানে উপজেলার ৪টি ইউনিয়ন যথাক্রমে রাজাপালং, রত্নাপালং, জালিয়াপালং, পালংখালীতে এ মা সমাবেশ কার্যক্রম চালু রয়েছে।