উইম্যান চেম্বারের বিউটি ফিকেশন কোর্স উদ্বোধন

61

যুগের সাথে তাল মিলিয়ে চাহিদা ভিত্তিক প্রশিক্ষণে পরিবর্তন আনতে হবে। এসএমই ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম গতকাল চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে এবং এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সেমিনার কক্ষে আয়োজিত বেসিক বিউটি ফিকেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন প্রশিক্ষণ কৌশলে অভিনবত্ব আনতে হবে। বিশেষ করে পার্লার এর প্রশিক্ষন অন্যান্য প্রশিক্ষনের থেকে আলাদা, কারণ এর মাধ্যমে দক্ষতা, মেধা ও সৌন্দর্যবোধের সমন্বয় ঘটিয়ে ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার মত কঠিন কাজটি করতে হয়। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশন এর উপ মহাব্যবস্থাপক আবদুস সালাম সরদার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান, পরিচালক রেবেকা নাসরীন, সাবিনা কাইয়ুম, নুজহাত নূয়েরী কৃষ্টি, মোস্তারি মোর্শেদ স্মৃতিসহ অন্যান্য সদস্য, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রশিক্ষক তানহা চৌধুরী। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সেমিনার হলে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে ৫দিনব্যপী এ প্রশিক্ষণ। বিজ্ঞপ্তি