ঈমানের সাথে কর্ম ও মর্মের সংযোগ সৃষ্টি মুমিনের কাজ

67

‘মহান আল্লাহ রাব্বুর আলামীন মানবজাতিকে এক বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তা হলো আল্লাহর প্রতি পরিপূর্ণ অনুগত থেকে শুধু তাঁর ইবাদত করা। যারা আল্লাহ-রাসূলের প্রতি ঈমান এনেছে অথচ কর্মের সাথে মর্মের সম্পর্ক সৃষ্টি করতে পারেনি, তারা বিভ্রান্ত হয়েছে। এ বিভ্রান্ত থেকে বাঁচার জন্য তরিকতের চর্চা করতে হবে। ঈমানের সাথে কর্ম ও মর্মের সংযোগ সৃষ্টি করাই মুমিনের প্রকৃত কাজ। আমাদের জাগতিক ও পরকালীন জীবনের উন্নতির জন্য হজরাতে কেরাম যে নিয়ামত দিয়েছেন তার শোকরিয়া আদায় এবং হজরাতে কেরামের যে মিশন তা প্রচার ও প্রসার করাটাই গাউসিয়া কমিটির লক্ষ্য’।
গতকাল শুক্রবার বিকেলে নগরীর ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ময়দানে অনুষ্ঠিত দা’ওয়াতে খায়ের কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওলাদে রাসূল হযরত শাহসুফি সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ.)। গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ আয়োজিত এ কনভেনশনে প্রধান আলোচকের বক্তব্য রাখেন আওলাদে রাসূল হযরতুল আল্লামা হাফেজ ক্বারী শাহজাদা সৈয়দ মুহাম্মদ আহমদ শাহ (মা.জি.আ.)।
গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পরিষদের চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনে বিশেষ অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, আন্জুুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন, অ্যাডিশনাল সেক্রেটারি মুহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি সিরাজুল হক, অ্যাসিসটেন্ট সেক্রেটারি মুহাম্মদ গিয়াস উদ্দিন শাকের, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি অধ্যাপক সামশুর রহমান, জামেয়া আহমদিয়া সন্নিয়া আলিয়া পরিচালনা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক দিদারুল ইসলাম। ঈমান-আক্বীদা, শরীয়ত, ত্বরীকত, পীর, মুর্শিদ, রফে ইয়াদাইন, গীবত, ছোগলখোরী, সামাজিক অবক্ষয়, মাদক, ধর্ষণ, সন্ত্রাস, খুন, নারী নির্যাতন, যৌতুক, বিয়ে-শাদিতে ইসলামী শরীয়তের চর্চা, জানাজা, জানাজা পরবর্তী দোয়া ও মোনাজাত ইত্যাদি বিষয়ে বক্তব্য রাখেন শেরে মিল্লাত মুফতি আল্লামা ওবায়দুল হক নঈমী, আন্জুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা এম এ মান্নান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অসিয়র রহমান আল কাদেরী, উপাধ্যক্ষ ড. মাওলানা লিয়াকত আলী, মুহাদ্দিস আল্লামা হাফেজ মুহাম্মদ সোলাইমান আনসারী, মুফতি আল্লামা কাজী আবদুল ওয়াজেদ, আল্লামা কাজী মুহাম্মদ মঈন উদ্দিন আশরাফী, অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রিজভী, উপাধ্যক্ষ মাওলানা জুলফিকার আলী, মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রিজভী, মাওলানা হাফেজ আনিসুজ্জামান ও সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক সৈয়দ জালাল উদ্দিন আজহারী, দা’ওয়াত খায়ের এর কেন্দ্রীয় দপ্তর সচিব মাওলানা মুহাম্মদ ইমরান হোসেন আল কাদেরী প্রমুখ।
যুগ্ম আহবায়ক অ্যাড. মোছাহেব উদ্দিন বখতেয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত কনভেনশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আনোয়ারুল হক, ভাইস প্রেসিডেন্ট এম এ হামিদ, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব মাহবুবুল হক খাঁন, আবদুল মালেক বুলবুল, সাংগঠনিক সম্পাদক মাহবুব এলাহি সিকদার প্রমুখ।