ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে হুইপ সামশুল পটিয়ায় রাজাকারের নামে কোনও রাস্তাঘাটের নামকরণ করা হবে না

7

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় মুক্তিযোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনীতে হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, আ.লীগ করলেই মুক্তিযোদ্ধা, সেটা ভাবার কোনও কারণ নাই। রাজনৈতিক দল এক জিনিস আর মুক্তিযোদ্ধা আরেক জিনিস। আমি কোনও রাজাকারের নামে রাস্তাঘাটের নামকরণ করবো না। মুক্তিযোদ্ধারা স্বাধীনতা এনেছেন, তারাই এদেশের মালিক। তারাই শ্রেষ্ঠ সন্তান। কিন্তু দুঃখ পাই, নতুন নতুন মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হচ্ছে দেখে। মাননীয় প্রধানমন্ত্রী একদিন বলছিলেন- মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়াতে চান। তিনি চান মুক্তিযোদ্ধাদের ভাতা অন্তত ৫০ হাজার টাকা হোক। কিন্তু নতুন মুক্তিযোদ্ধার কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নয় তাদের মাইনাস করতে বলেছেন। তিনি বলেন, আমার কাছে কোনও মুক্তিযোদ্ধা গিয়ে অসম্মান নিয়ে ফিরে আসেননি। পটিয়ার প্রতিটি অফিসারকে নির্দেশনা দিয়েছি কোনও মুক্তিযোদ্ধা সেবার জন্য গেলে যেন দাঁড়িয়ে সম্মান জানানো হয়। আজ আ.লীগ ক্ষমতায়। কিন্তু আমি সেবক হিসেবে পরিচয় দিতে ভালোবাসি। কে বিরোধীতা করলো সেটা আমার জানার দরকার নেই।
গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পটিয়া উপজেলা কমান্ডের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা সংসদদের কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহমদ নবী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা দিলীপ দাশ, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ছালামত উল্লাহ মল্ল, রফিক আহমদ, কবির আহমদ, রনজিৎ দাশ। উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী, উপজেলা যুবলীগের আহŸায়ক হাসান উল্লাহ চৌধুরী, যুগ্ম আহŸায়ক ইমরান উদ্দিন বশির প্রমুখ।