ঈদ উপহার ও খাদ্য বিতরণ

14

আবু মোহাম্মদ মহিউদ্দিন :
গত শনিবার নগরীর রুবি গেট মোড়ে নগর যুবলীগ নেতা আবু মোহাম্মদ মহিউদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় এলাকাবাসীর মাঝে ইফতার ও সেহেরিসামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আওয়ামী লীগ নেতা মো. ইসা, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, শাহাদাত উল্লাহ, জাকির হোসেন, মো. আইয়ুব, দিদারুল আলম চৌধুরী, মো. ইসহাক, আজিম উদ্দিন, মুরীদুল আলম মুরাদ, মো. শরীফ হোসাইন, অর্পণ বড়–য়া, ইয়াসিন চৌধুরী, মহিন উদ্দিন তুষার, মোশাররফ হোসেন, নুরুল হক মনি, জসিম উদ্দিন, শাকিল খান, আশিকুর রহমান খোকন, সোহেল রানা প্রমুখ।

কাউন্সিলর নীলু নাগ :
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনের সংসদ সদস্য, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর পক্ষ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসন-৮ এর কাউন্সিলর নীলু নাগের উদ্যোগে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ১৩ এপ্রিল বুধবার সকাল থেকে সদরঘাটস্থ কাউন্সিলর কার্যালয়ে চার শতাধিক মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

পাঠানটুলী ওয়ার্ড যুবলীগ :
মানবতার কল্যাণে পবিত্র মাহে রমজান উপলক্ষে ২৮নং পাঠানটুলী ওয়ার্ড যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী আলোর ব্যবস্থাপনায় নগরীর আগ্রাবাদ গুলজার কমিউনিটি সেন্টারে এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহŸায়ক মো. মহিউদ্দিন বাচ্চু। আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা ফরিদ নেওয়াজ, এহছানুল আজিম লিটন, নগর যুবলীগের সদস্য আকবর হোসেন, আবু বকর চৌধুরী, সনত বড়ুয়া, আবু বকর সিদ্দিকি,এডভোকেট সৈয়দ রবি,চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা মোঃ শহিদ,২৮ নং ওয়ার্ড যুবলীগ নেতা আলমগীর,মো. খায়ের, শিশু কিশোর মেলা ডবলমুরিং থানা শাখার সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মোছলেম উদ্দিন ,যুবলীগ নেতা মোঃ সুমন,গিয়াস উদ্দিন, মো. রনি, মো. রাসেল সহ ওয়ার্ড যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।

ভোলা জেলা সমিতি-চট্টগ্রাম :
ভোলা জেলা সমিতি-চট্টগ্রাম ৪নং অঞ্চলের উদ্যোগে চাকতাই ভাঙ্গাপুল এলাকায় প্রায় ৮শ’ হতদরিদ্রের মাঝে দিনব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করা হয়। হাজী সেলিমের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, রোজার মাস হচ্ছে ফজিলতের মাস। এই মাসে ইসলাম ধর্মাবলম্বীদের দিনের বেলায় যেমন পানাহার থেকে বিরত থাকতে বলা হয়েছে, তেমনি দুস্থদের সহায়তা করার নির্দেশনা রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, মোহাম্মদ জুয়েল, রানা, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সংগঠনের কর্মকর্তা মো. আব্দুস সালাম প্রমূখ।

দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড:
পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী ইফতারসামগ্রী বিতরণের অংশ হিসেবে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে গত ১৬ এপ্রিল নগরীর বাদামতলী মোড়ে জনসাধারণের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রেহাদুল ইসলাম সায়েম, মো. সুমন, ফাহিম চৌধুরী, শাফায়েত নেওয়াজ রোকন, সদস্য শাহাদাত নুর তুষার, আহাদ চৌধুরী, আল আমিন, মোহাম্মদ কায়সার, মো. শহীদ।