ঈদে মেরাজুন্নবী উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলনের সমাবেশ

15

দয়াময় আল্লাহতাআলা স্থান-কালের ঊর্ধ্বে মানবজ্ঞানের অতীত অচিন্তনীয় ঊর্ধ্ব জগতে তাঁর একান্ত সান্নিধ্যে দূরত্ত¡হীন নৈকট্যে উপনীত করে তাঁর প্রিয়তম মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামকে সাক্ষাত দান মেরাজ শরীফ। আল্লাহতাআলা তাঁর মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামকে সাক্ষাত দানের মাধ্যমে সর্বসৃষ্টির উদ্দেশ্যে তাঁর প্রথম অতুলনীয় মহাপ্রকাশের চির গৌরবময় মহাউপলক্ষ পবিত্র ঈদে মেরাজ শরীফ। সত্য ও জীবনের উপলব্ধির জন্য অতি অপরিহর্য্য মৌলিক বিষয় ঈদে মেরাজ শরীফের মহান তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলন চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল চট্টগ্রাম জামিয়াতুল ফালাহ মসজিদ কমপ্লেক্সে সমাবেশে ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের প্রতিষ্ঠাতা একুশে পদকপ্রাপ্ত হাফেজ ক্বারী আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী। উপস্থিত ছিলেন পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম ও শিক্ষাবিদ। সুন্নী আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, স্রষ্টার গুণ-জ্ঞান-আলো রেসালাতের রহমতের ধারায় আলোকিত জীবন ও সকল মানুষের জন্য নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা-মর্যাদা-ভিত্তিক সর্বকল্যাণময় সর্বজনীন মানবতার রাষ্ট্র ও অখÐ মানবতার মুক্ত দুনিয়া খেলাফতে ইনসানিয়াত গড়ে তোলার নির্দেশনা মহান মেরাজ শরীফ। বিজ্ঞপ্তি