ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল

27

রাউজান : রাউজানের গহিরা কাসেম ফকির (রহ.) শাহী জামে মসজিদ পরিচালনা কমিটি, ইমামে আলা হযরত স্মৃতি সংসদ ও এলাকাবাসী যৌথ উদ্যোগে ১৬তম পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল সম্প্রতি বাদে এশা হতে সুলতান নশরত শাহ্ দিঘীর দক্ষিণ পার্শ্বস্থ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে গহিরা কাসেম ফকির (রহ.) জামে মসজিদ খতিব মাওলানা মুহাম্মদ আহমদুল ইসলাম কাদেরীর সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪নং গহিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নুরুল আবছার। এতে উদ্বোধক ছিলেন পূর্ব রাউজান নাতোয়ান বাগিচা শমসের নগর তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসার সুপার শায়ের মাওলানা সৈয়্যদ মুহাম্মদ এহসান কাদের কাদেরী। এতে গহিরা কাসেম ফকির (রহ.) জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন ঢাকা শাহজানপুর গাউসুল আজম জামে মসজিদের খতিব শায়েখ আল্লামা আবদুল মোস্তাফা রহিম আল-আযহারী। বিশেষ বক্তা ছিলেন আল্লামা মুহাম্মদ ওয়াহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কাসেম ফকির (রহ.) জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ রফিক সওদাগর, সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর জামান, সেলিম কাদের, এনাম উদ্দিন রুবেল, হাসান মুরাদ, নাছের উদ্দিন হাসান মোরশেদ, ইউপি সদস্য খুরশেদ, জাহেদ, ওয়াহিদুর রহমান, ইমাম আলা হযরত স্মৃতি সংসদের সভাপতি মোরশেদুল আলম, সাধারণ সম্পাদক শাকিল উদ্দিন, অর্থ সম্পাদক ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক সবুজ, রায়হান, হাসান, রাকিব, বাবু, শাহেদ, আরিফ, মোরশেদ, রহিম, নাঈম, নাজিম, মোরশেদ, জুয়েল, ফারুক, আশিক, মুসা, মঈন, শাকিব, হৃদয়, শাহেদ, রবিন, ইরফান, শাকিল, আলভী, সিফাত, রাব্বি, শুকুর ও আকিব।

খাঁন পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি : রাউজানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে মিলাদ মাহফিল হারিছ খাঁন পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে গত শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মসজিদের মতোয়াল্লি আলহাজ্ব সোলাইমান। প্রধান অতিথি ছিলেন ৭নং রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু। উদ্বোধক ছিলেন ইউপি সদস্য ও ১নং প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক খোকন। প্রধান বক্তা ছিলেন রাউজান মহিলা আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মান্নান চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন হারিছ খাঁন পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন। হাফেজ মাওলানা ইউছুপের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আজিজ উদ্দিন ইমু, এনামুল হক এনাম, হাজী মোবারক আলী, মোহাম্মদ ইলিয়াছ, ইসমাইল, মোহাম্মদ ইউছুপ, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ আলী আকবর, মোহাম্মদ ফজল কাদের, মোতালেব, মোহাম্মদ বাচ্চু, মোহাম্মদ টিপু, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ সাকিব, আরমান।

আহলে সুন্নাত ওয়াল জামাত: আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে বিশাল জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী র‌্যালী ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সমাবেশে প্রধান মেহমান ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মাওলানা নুর মোহাম্মদ আলকাদেরী। সংগঠনের সভাপতি কাজী মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত চান্দগাঁও থানা সাধারণ সম্পাদক মাওলানা এমরান মাওলানা, আব্দুল মাজেদ , মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা মোরশেদুল কাদেরী, মাওলানা ওবায়দুল মোস্তাফা, মুনির হোসেন, মোহরা ৫নং ওয়ার্ড সহ সভাপতি নাজিম উদ্দিন, মোহাম্মদ জানে আলম। শেখ মোহাম্মদ নিজামুদ্দিন গাউছিয়া কমিটি, কাজী পেয়ারু, কাজী গোলাম মোস্তাফা, কাজী আরিফ প্রমুখ।

রাঙ্গুনিয়া কুতুব শরীফ দরবারে মিলাদুন্নবী মাহফিল : রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের মধ্যম বেতাগী গ্রামে গত ৮ অক্টোবর জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ও আল্লামা শাহ আবদুল মালেক আল কুতুবী মঈনুদ্দিন আজমী (রা.) কেবলার মাসিক ফাতিহা শরীফ উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত মাহফিলে প্রধান মেহমান ছিলেন হাফেজ মাওলানা শেখ আখতারুল হক আল কুতুবী (ম.জি.আ.)।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। আল মালেকিয়া যোগাযোগ কেন্দের পরিচালক মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন উরকিরচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাসান রেজা আল কাদেরী (ম.জি.আ.), বিশেষ বক্তা ছিলেন সুরতিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইদ্রিস আল কুতুবী (ম.জি.আ.), হযরত কুতুব আব্বাস শাহ জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি ফরিদুল আলম রেজভী (ম.জি.আ.)। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা শেখ আখতারুল হক আল কুতুবী (ম.জি.আ.)। বিজ্ঞপ্তি

পটিয়া আমির ভান্ডার : আমির ভান্ডার দরবার শরীফে রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১২ দিনব্যাপী ২০তম খতমে সালাওয়াতে রাসূল মাহফিলের ১১তম দিবস গত শুক্রবার সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন শাহসুফী সৈয়দ মুহাম্মদ পেয়ারুল মোস্তফা আমির ভান্ডারী। প্রধান অতিথি ছিলেন ১৫নং ছনহরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রশিদ দৌলতী। উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মদ ফরিদুল আনোয়ার হাফেজনগরী, সৈয়দ মামুন রশিদ আমিরী, শাহসুফি সৈয়দ শামসুদ্দোহা আমিরী, মাওলানা সৈয়দ ফোরকানুল হক আমিরী, সৈয়দ মুহাম্মদ আমির উদ্দিন আমিরী, সৈয়দ মুহাম্মদ আশরাফুজ্জামান আমিরী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আল্লামা ড. মুহাম্মদ জাফর উল্লাহ। প্রধান আকর্ষণ ছিলেন ঢাকার আল-আজাহার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ও ম্যানেজিং ডিরেক্টর আল্লামা সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া আল আজহারী। সম্মানিত আলোচক ছিলেন মোহসেন আউলিয়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন সালাওয়াতে রাসুল মাহফিল উদযাপন পরিষদের সভাপতি মুহাম্মদ তৌহিদুল আলম, মুহাম্মদ আবুল ফয়েজ, মুহাম্মদ তৈয়বুর রহমান, হাজী আবদুল করিম বাদল, আকরাম সুলতান নেওয়াজ, আব্দুল আলীম প্রমুখ।
অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন সৈয়দ মোরশেদুজ্জমান আমিরী। মিলাদ কিয়াম করেন সৈয়দ মুহাম্মদ নেয়াজ উজ্জমান আমিরী। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ নুরুল আলম ইসলাম। নাত ও মানকাবাত পরিবেশন করেন শায়ের মুহাম্মদ মুঈনুদ্দিন তানভীর, শায়ের মুহাম্মদ মেহরাজ কাদেরী ও শায়ের মুহাম্মদ আমির উদ্দিন। মাহফিল সঞ্চালনা ও দুরুদ শরীফের হাদিয়া পেশ করেন শায়ের মুহাম্মদ ইরফান রেজা কাদেরী।

চন্দনাইশ : দক্ষিণ হাশিমপুর বড়পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে সম্প্রতি মসজিদ থেকে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স.) র‌্যালি শুরু হয়ে জামিজুরী-দোহাজারী পৌরসভা হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাগিচাহাট প্রদক্ষিণ শেষে পূণরায় বড় পাড়া মসজিদে এসে শেষ হয়। পরে এক সমাবেশে তকরির করা সময় তিনি এসব কথা বলেছেন। মসজিদের খতিব মাওলানা আরিফ মো. মহিউদ্দিন কাদেরীর সভাপতিত্বে জশনে জুলুসে প্রধান অতিথি ছিলেন মাওলানা সৈয়দ ড. হাসান আল আজহারী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ফারুক রানা, মো. আবদুল আলীম, মো. জিয়াউর রহমান, মো. আবদুল করীম, মো. নাজিম উদ্দিন, মো. আবছার উদ্দিন, গজল পরিবেশন করেন, শায়ের মো. রবিউল হাসান দায়েমী, শায়ের রবিউল হোসেন জালালী প্রমুখ।

রাঙামাটি : পবত্রি ঈদ-এ মলিাদুন্নবী (স)-উপলক্ষে রাঙামাটিতে তিন র্পাবত্য জলোর র্সববৃহৎ জশনে জুলুছ (র্বনাঢ্য র‌্যালী) অনুষ্ঠিত হয়েছে।ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে র্বণাঢ্য এই জশনে জুলুছের আয়োজন করেছে গাউছিয়া কমিটি বাংলাদশে রাঙামাটি জেলা। গত শুক্রবার জুমার নামাজরে পর বনরূপা জামে মসজিদ থেকে র্বণাঢ্য জশনে জুলুছ শুরু হয়ে কাঠালতলী, পৌরসভা, দোয়লে চত্বর, প্রেসক্লাব হয়ে রির্জাভ বাজার জামে মসজিদে সমাপ্ত হয়। এই জুলুছে জেলার প্রত্যন্ত উপজলো থেকেও শত শত মুসলমান যোগদান করে। নানা রঙ-বেরঙরে ব্যানার ফেস্টুন ও কলেমা খচিত পতাকা নিয়ে শত শত মুসল্লী জুলুছে যোগদান করনে।
জশনে জুলুছে নেতৃত্ব দেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ কাজী মাওলানা আবদুল মাজেদ। জুলুছ শেষে রির্জাভ বাজার জামে মসজিদে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা গাউছিয়া কমিটির সভাপতি হাজী মো. মুছা মাতব্বররের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখনে সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু সৈয়দ।
জেলা গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আলহাজ জসিম উদ্দিন নুরীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন রির্জাভ বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবু নওশাদ নঈমী, জেলা গাউসিয়া কমিটির সাবেক সভাপতি হাজী জানে আলম সওদাগর, আবদুল হালিম ভোলা সওদাগর, শান্তি নগর জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনি চৌধুরী, আমানতবাগ জামে মসজিদের খতিব অধ্যক্ষ আলহাজ মো. আখতার হোসেন চৌধুরী, কলজে গেইট জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা সুলতান মাহমুদ আল, কাঠালতলী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সেকান্দর হোসনে আল প্রমুখ। আলোচনা সভা শেষে দেশে ও জাতির কল্যান কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসময় বিভিন্ন মসজিদের ইমাম, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তির্বগ উপস্থিত ছিলেন।