ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল

17

 

রাউজান : পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপন উপলক্ষে রাউজানের হলদিয়া হযরত রুস্তম ফকির (রহ.) মহল্লাবাসী ও রুস্তম শাহ্ (রহ.) স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় আজিমুশশান নূরানী মাহফিল গত ২৭ অক্টোবর বুধবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খিরাম নুরুল উলুম আহমদিয়া রেজভীয়া দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা মো. নুরুল আবছার রেজভী। প্রধান অতিথি ছিলেন হলদিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম। উদ্বোধক ছিলেন হযরত রুস্তম ফকির (রহ.) জামে মসজিদেও খতিব হযরত মাওলানা মোহাম্মদ নোমান রেজা কাদেরী। কমিটির সাধারণ সম্পাদক এসএম মুসার সার্বিক তত্ত¡াবধানে প্রধান বক্তা ছিলেন আজাদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. সিরাজুল মোস্তফা নুরী। বিশেষ অতিথি ছিলেন হযরত রুস্তম ফকির (রহ.) জামে মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা মো. আবুল কাশেম জিহাদী। বিশেষ বক্তা ছিলেন হযরত রুস্তম শাহ্ (রহ.) স্মৃতি সংসদের সাবেক সভাপতি মতোয়াল্লী হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ জিয়া উল্লাহ। নাতে রাসুল পরিবেশন করেন হযরত শাহ্ আহমদ উল্লাহ (রহ.) এমদাদীয়া নুরুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মো. হেলাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন আবুল কাশেম কালু ফকির, তৌহিদুল আলম, এসএম কুতুব, খন্দকার ইসমাইল, ইয়ার মোহাম্মদ, নূরুচ্ছাফা, মোহাম্মদ হোসাইন, মো. আজগর, মো. লিটন, প্রবাসী মো. এরশাদ প্রমুখ।
সীতাকুন্ড : সীতাকুন্ডে প্রবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভাটিয়ারী ইমামনগর কাজী জামে মসজিদে গাউছিয়া কমিটির আয়োজনে সম্প্রতি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ কামাল উদ্দিন আল আযহারী, মুহাম্মদ সাইফুল আজম বাবর আল আযহারী, মাওলানা মাহামুদুল হাসান আলকাদেরী, মাওলানা মুসলিম উদ্দিন, হাফেজ মোহাম্মদ ওসমান, হাফেজ আবদুর রহিম, আলমগীর হোসেন মাসুম মেম্বার, মোহাম্মদ কফিল উদ্দিন, কাজী আবুল বশর, মোহাম্মদ শফি, মোহাম্মদ সোলেমান, মোহাম্মদ ইব্রাহিম, আলমগীর হোসেন, মোহাম্মদ মুছা, খোরশেদ আলম, রবিউল হোসেন রবি, মেজবাহ উদ্দিন, মোহাম্মদ শফি প্রমুখ।
হাটহাজারী : হাটহাজারী নাঙ্গলমোড়াস্থ হেদায়েত আলী মসজিদ প্রকাশ বায়তুন নূর জামে মসজিদ ওয়াকফ এস্টেটের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হেদায়েত আলী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। উক্ত পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজক কমিটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। তম্মধ্যে ছফিনা খতম, নাতে রসূল পাঠ, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও তবারুক বিতরণ। মিলাদ মাহফিল ও আলোচনা সভায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) জীবন আদর্শ ও ইসলামের প্রতি উম্মতদের ভূমিকা নিয়ে আলোচনা করেন উক্ত মসজিদের খতিব মাওলানা মো. মুসলিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি মো. রবিউল আলম, সেক্রেটারি মো. সফিউল আলম বাবুল, সহ-সভাপতি আলহাজ সাহাব উদ্দিন, অর্থ সম্পাদক আলহাজ রফিকুল আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক কমিটি পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি তৌহিদুল আলম ও সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আলমগীর, মোয়াজ্জিন হাফেজ মো. শহিদ উল্লাহ, মো. নূর খালেক, আলহাজ মো. আবদুল্লাহ, মো. নুরুল ইসলাম, মো. নুরুল আজিম, মো. রহমত উল্লাহ, মো. নেজাম উদ্দিন, মাওলানা মো. মাহমুদুর রহমান, হাফেজ মো. হেলাল, রবিউল আলম বুলবুল, আকবর শাহ প্রমুখ।