ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপন কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়

29

গত ৩০ অক্টোবর সকাল ১০টায় কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপন উপলক্ষে খতমে কুরআন, মিলাদ মাহফিল, ক্বারাত, হামদ, নাত প্রতিযোগিতায় বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইমরান হোসেন জুয়েল এর সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এবং প্রধান বক্তা ছিলেন সাউদার্ন বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান মাওলানা জালান উদ্দিন আল আজাহারী। বক্তব্য দেন সদস্য সচিব ও প্রধান শিক্ষক মনোয়ারা আখতার, কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান, নগর আওয়ামীগের সদস্য বেলাল আহমেদ, সহ-সভাপতি জয়নাব বেগম, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মো. ইসহাক, টেবিল টেনিস ফেডারশনের নির্বাহী সদস্য সাইফুল আলম বাপ্পি, মাহমুদুল করিম, এড. সাজ্জাদ শরীফ রাসেল, নাহিদ চৌধুরী মাহমুদ, মো. আলি জিন্নাহ, মো.শাহজাহান, রক্সি জাহান, মো. তসলিম ও সহ-শিক্ষকরা। ক্বারাত, হামদ, নাত প্রতিযোগিতায় বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন আ জ ম নাছির উদ্দীন। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. সেলিম। বিজ্ঞপ্তি
সারজা গাউছিয়া কমিটি
ব্যক্তি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নই হচ্ছে প্রকৃত মুমিনের কাজ। গত ২৯ অক্টোবর সারজা আল আতলাল গ্রুপ প্রাঙ্গণে গাউছিয়া কমিটি বাংলাদেশ সারজা শাখা আয়োজিত ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিল মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুনবী, সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুল কাদেরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত গাউছিয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আজম খান। প্রধান বক্তা ছিলেন দুবাই গাউছিয়া কমিটির সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন গাউছিয়া কমিটি সারজার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মুছা, হাজী মোহাম্মদ সেলিম, মাওলানা আবদুল কাদের, সহ-সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ দিদার, সারজা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর নবী, সহ-সভাপতি হাজী মোহাম্মদ আলম, সহ-সভাপতি মোহাম্মদ মনছুর, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবদুল করিম, ইউএই গাউছিয়ার সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ সরওয়ার, জেএমপি শাখার সভাপতি মোহাম্মদ মনছুর, আবুধাবি গাউছিয়া কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ আলী, গাউছিয়া কমিটি দায়িদ শাখার সভাপতি আবুল কাশেম, গাউছিয়া কমিটি ছাতুয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, আবির শাখার সভাপতি মো. মনছুর, উপদেষ্টা আবুল বশর, জামশেদুল ইসলাম, মাওলানা মোহাম্মদ সেলিম, আজমান কমিটির মৌলানা মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ সৈয়দ নুর সহ আমিরাতের সকল শাখা কমিটির নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।-ইউএই প্রতিনিধি