‘ঈদে ভোগান্তি কম হয়েছে, বড় কোনো দুর্ঘটনাও ঘটেনি’

26

পূর্বদেশ অনলাইন
এবারের ঈদে ভোগান্তি তুলনামূলকভাবে অনেক কম হয়েছে। বড় কোনো দুর্ঘটনাও ঘটেনি বলে জানিয়েছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। বৃহস্পতিবার (৫ মে) সকাল থেকে সচিবালয়ে ঈদের পর প্রথম কর্মদিবসে শুভেচ্ছা বিনিময়কালে তারা এ কথা জানান। কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, দু’বছর পর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আমরা এবার ঈদ উদযাপন করতে পেরেছি। ঢাকা শহরসহ সারাদেশেই তৃণমূল পর্যায়ে গ্রামে এবার উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্যে ঈদ উদযাপিত হয়েছে। এটি আমাদের জন্য খুবই ভালো। সারা পৃথিবীর মানুষ একটা অনিশ্চতার মধ্যে ছিল। চরম হুমকির মধ্যে ছিল। আমাদের জীবন নিয়েও একটা আতঙ্ক কাজ করছিল। তাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তিনি আরও বলেন, এবার ঈদে আবহাওয়াও খুব ভালো ছিল। সকালে একটু বৃষ্টির জন্য কোনো কোনো এলাকায় মাঠে নামাজ পড়তে পারেনি। তাতে ঈদ উদযাপন তেমন ব্যাহত হয়নি।আব্দুর রাজ্জাক বলেন, সবাই এখনও ছুটির মুডেই আছে। ঢাকার লাখ লাখ মানুষ গ্রামে আত্মীয়-স্বজনের কাছে গেছে। তাদের সঙ্গে মিলিত হয়ে ঈদ উদযাপন করছে। ঈদের আগে যাতায়াতেও একটা বিরাট সমস্যা হয়। মানুষ নানা রকম কষ্টের মধ্যে পড়ে। এবার ভোগান্তি তুলনামূলকভাবে অনেক কম হয়েছে। বড় কোনো দুর্ঘটনাও ঘটেনি। অন্যান্যবার দেখা যায় লঞ্চ বা গাড়িঘোড়ার বড় বড় দুর্ঘটনা ঘটে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, এবারের ঈদে সবাই ভালো ছিলেন, সুন্দরভাবে ঈদ উদযাপন করছেন। মোবাইল সিম কোম্পানি বলছে, ৭০ লাখ সিম ব্যবহারকারী মানুষ ঢাকা ছেড়েছে। সব পথেই মানুষ বাড়ি গেছেন এবং ফিরে আসাও শুরু হয়েছে। যতখানি খবর আমার কাছে আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক ছিল। অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো ছিল। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সারাদেশে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। এটা আমাদের অনেক বড় প্রাপ্তি। রোজাকে সামনে রেখে অনেকেই ভীতিকর পরিস্থিতির কথা বলেছিল। কিন্তু আল্লাহর রহমতে ও সরকারের পদক্ষেপের কারণে কোনো কিছু হয়নি। মানুষ ভালো মতো ঈদ ও নামাজ আদায় করতে পেরেছে। সার্বিকভাবেই মানুষ ভালোভাবেই ঈদ উদযাপন করেছে। এদিকে সচিবালয়ে ঈদের পর টানা ছয় দিনের ছুটি শেষে প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল খুব কম। প্রথম কর্মদিবসে ঈদের আমেজ বিরাজ করছে, ঈদের কুশল বিনিময়ের পর অনেককে খোস গল্প করতে দেখা যায়। মঙ্গলবার (৩ মে) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এর আগে ২৯ এপ্রিল থেকে শুরু হয় ছুটি। টানা ছয় দিনের ছুটি শেষ হয় বুধবার (৪ মে)।