ঈদগাঁওয়ে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

11

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁওয়ে ডাক্তারের ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এতে নবজাতকের স্বজনদের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছে। গত শুক্রবার ঈদগাঁও মডেল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টারে এ ঘটনা ঘটে। লাকি সদরের চৌফলদন্ডী ইউনিয়নের খামার পাড়ার ব্যবসায়ী নুরুল আজিমের মেয়ে।
জানা গেছে, ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম ইউছুপেরখীল এলাকার দুবাই প্রবাসী তাজুল ইসলাম মিন্টুর স্ত্রী পারেচা আক্তার লাকিকে (৩০) সকাল সাড়ে দশটার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের চিকিৎসক, আবাসিক মেডিকেল অফিসার ডা. গাজী সাঈদা ইয়াছমিন পলির তত্ত¡াবধানে তার চিকিৎসা চলে। একপর্যায়ে লাকিকে ডেলিভারি ওয়ার্ডে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক টেনে বাচ্চা প্রসব করান। এতে গুরুতর আহত হয় নবজাতক।
স্বজনরা জানান, কর্তব্যরত ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের শরীরে বিভিন্ন স্থানে জখম হয়। জন্মের আধঘণ্টা পর শিশুটি মারা যায়। অসুস্থ মাকে চিকিৎসা দেয়া হচ্ছে। নবজাতকের মৃত্যুর খবর স্বজনদের মাঝে পৌঁছালে তাদের মাঝে ক্ষোভ বিরাজ করে।
লাকির আত্মীয় মাইনুদ্দিন জানান, লাকি বারবার সিজার করার কথা বললেও কর্মরত ডাক্তার কর্ণপাত করেননি। বাচ্চা প্রসবের সময় টেনে দ্রæত বের করতে চাওয়ায় নবজাতকটিকে অকালে মৃত্যুবরণ করতে হলো। ঘটনার পর কর্মরত ডাক্তার নিজ চেম্বার ত্যাগ করে চলে যান।
খবর পেয়ে হাসপাতালের উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. ইউছুপ আলী উপস্থিত স্বজনদের কাছে অনাকাক্সিক্ষত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।