ইয়োগা দিবসে ইয়োগা প্রভাতীর বৃক্ষরোপণ

38

ডিসি হিলস্থ ইয়োগা প্রভাতী চট্টগ্রামের উদ্যোগে বিশ্ব ইয়োগা দিবস উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান গত ২১ জুন সকাল ৮টায় সংগঠনের আহবায়ক চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. আবদুর রশিদের সভাপতিত্বে ডিসি হিলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাকসুদুল করিম। উপস্থিত ছিলেন ইয়োগা প্রভাতী চট্টগ্রামের সদস্য সচিব মানিক রুদ্র, নুরুল করিম, এন. কে. বেলাল, লায়ন কামরুল হাসান, দোলন ধর, আশীষ চৌধুরী, মৃণাল কান্তি, মোহাম্মদ আলম, অমল দাশ, মৃণাল বিশ্বাস, অজিত বিশ্বাস, পঙ্কজ দত্ত, শামীমুর রহমান, এডভোকেট নারায়ন রায়, রিপন কর্মকার, উজ্জ্বল পাল, এড.আবছার উদ্দীন, রিপন নিয়োগী, বাদল দাশ, পরিমল দাশ, দীলিপ চৌধুরী প্রমুখ। প্রধান অতিথি বলেন, শরীর সুস্থ রাখতে যোগ ব্যায়াম বা শরীর চর্চার কোন বিকল্প নেই। শরীরের নানা রোগমুক্তিতে শরীর চর্চা নানা সাহায্য করে থাকে। প্রাকৃতিক পরিবেশে নিজেকে সতেজ ও সুস্থ রাখার প্রত্যয়ে নিয়মিত ব্যায়াম চালিয়ে যেতে হবে। পরিবেশের ভারসাম্য ও প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধে বৃক্ষরোপণ কর্মসূচিও একটি সময়োপযোগী সিদ্ধান্ত। বিজ্ঞপ্তি