ইয়র্কারে বুমরাহই সবার সেরা

18

ডেথ ওভারে সেরা বোলার কে? এই প্রশ্নের উত্তরে একেকজনের একেক উত্তর হতে পারে। কেউ বলতে পারেন মিচেল স্টার্ক, কেউবা লাসিথ মালিঙ্গাকে রাখতে পারেন পছন্দের তালিকায়। তবে পরিসংখ্যান বলছে জাসপ্রীত বুমরাহর নাম। নিখুঁত ইয়র্কার ব্যবহারে এই বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতীয় পেসারই সবার সেরা। ২০১৯ বিশ্বকাপে কমপক্ষে ২০টি ইয়র্কার করেছেন এমন পেসারদের মধ্যে সাফল্যে সবার উপরে বুমরাহ। ডানহাতি এ পেসারের ইয়র্কারে ইকোনমি মাত্র ২.৭৬! আসরে এখন পর্যন্ত ৪.৩৫ ইকোনমি রেটে ১৯ উইকেট নিয়েছেন বুমরাহ। ডেথ ওভারে বুমরাহর উইকেটের বেশির ভাগটাই এসেছে ইয়র্কার ব্যবহার করে।
বুমরাহর পরেই আছেন লোকি ফার্গুসন। নিউজিল্যান্ড পেসারের ইয়র্কার ইকোনমি ২.৮৫! তিনে পাকিস্তানি শাহিন শাহ আফ্রিদি, ইয়র্কারে তার ইকোনমি ৩। ৩.৬০ নিয়ে চারে এই আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মিচেল স্টার্ক। লাসিথ মালিঙ্গা আছেন পাঁচে, তার ইয়র্কার ইকোনমি ৩.৬৪।