ইস্পাহানী প্রিমিয়ার ক্রিকেট লিগ পাইরেটসকে বিধ্বস্ত করে মুুক্তিযোদ্ধার টানা ২য় জয়

19

ক্রীড়া প্রতিবেদক

সিজেকেএস ইস্পাহানী প্রিমিয়ার ক্রিকেট লিগে মুুক্তিযোদ্ধার কাছে বড় ব্যবধানে হারের স্বাদ নিয়েছে বিগ বাজেটের দল পাইরেটস অব চিটাগাং। এম এ আজিজ স্টেডিয়ামে গতকাল তাদেরকে ১৮৮ রানে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, চট্টগ্রাম। টস হেরে আগে ব্যাট করার আমন্ত্রণ পেয়ে মুক্তিযোদ্ধা নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ২৮৫ রান সংগ্রহ করে। এটি এবারের প্রিমিয়ার লিগের সর্বোচ্চ স্কোর। দলের হয়ে আনিসুল ইসলাম ইমন ৫১, জসিম উদ্দিন ৫৮, সামসুদ্দিন বাপ্পা ৪৭, জাওয়াদ মো. রায়হান ২৯, সালেহীন রিফাত ৩০, রাজিবুল ও ফখরুদ্দিন ১৭ রান করে এবং জগলুল ব্ষাার ১১ রান করেন। বল হাতে পাইরেটসের সুমন তিনটি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে পাইরেটস অব চিটাগাং প্রতিপক্ষের বোলিং তোপে পড়ে ২৬.৫ ওভারে ৯৭ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ রান আসে সোহরাওয়ার্দ্দি শুভর ব্যক্তিগত ইনিংস থেকে, তিনি ২৬ রান করেন। অন্যদের মধ্যে পিয়ার মো. সৌরভ ১৮, আবদুল্লাহ ১৫ ও সুমন খান ১০ রান করেন। মুক্তিযোদ্ধার পক্ষে রাশেদুল বারি তিনটি এবং জাওয়াদ মো. রোয়েন ও সিরাজুল ইসলাম প্রত্যেকে দু’টি করে উইকেট নেন।
এদিকে খেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র বড় জয় পাওয়ায় এবং দলের জসিম, ইমন দুজনেই অর্ধশতক, বাপ্পার দারুণ অধিনায়কত্ব (৪৭ রান, ২ উইকেট), রাশেদুল বারী ৩ উইকেট লাভ করায় মো. মসিউর রহমান চৌধুরী ও সৈয়দ তানসির তাইমুর মোরশেদ এর পক্ষ থেকে প্রত্যেক খেলোয়াড়কে ১০০ ডলার (৫০+৫০) প্রদান করা হয় এবং খেলা শেষে এহসানুল হক চৌধুরী সকল খেলোয়াড় ও উপস্থিত কর্মকর্তাদের এই উপহার দেন।
আজকের খেলা: ফ্রেন্ডস ক্লাব বনাম সিটি কর্পোরেশন।