ইস্পাহানী ও এসএস ক্রিকেটের দ্বিতীয় জয়

35

বিজয় দিবস এটিএম ইসহাক মোহন অনূর্ধ্ব-১৬ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের গতকালের নিজ নিজ খেলায় দ্বিতীয় জয় পেয়েছে ইস্পাহানী ও এসএস ক্রিকেট অ্যাকাডেমি। এর আগে ইস্পাহানী প্রথম খেলায় চিটাগাং ইয়ং ট্যালেন্টকে এবং এসএস ক্রিকেট পোর্ট সিটি ক্রিকেট অ্যাকাডেমিকে পরাজিত করে। অন্যাদিকে চিটাগাং ইয়ং ট্যালেন্ট ও পোর্ট সিটি ক্রিকেট অ্যাকাডেমির এটি টানা দ্বিতীয় হার। সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে গতকাল প্রথম খেলায় টস জিতে ইস্পাহানী আগে ব্যাট করে নয় উইকেটে ৯৩ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে পোর্ট সিটি ৭৭ রানে অলআউট হয়।
দিনের অপর খেলায় টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে এসএস ক্রিকেট অ্যাকাডেমি চার উইকেট ১৮৮ রান তুলতে সক্ষম হয়। দলের হয়ে সাদমান জুবায়ের অপরাজিত ৬৫, তুর্য লোধ ২২, নাজিম উদ্দিন ১৩, জহিরুল আলম ৩৩ ও আবিদ হোসেন ১৩ রান করেন। ইয়ং ট্যালেন্টের আজহার মাহমুদ দুটি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে পোর্টসিটি ১৪৯ রানে সবকটি উইকেট হারায়। দলের হয়ে ফারহান শাহরিয়ার সর্বোচ্চ ৫৪, শাহিন মিত্র ৩৬, ইরফান হোসেন ১৯ এবং আজহার মাহমুদ ২১ রান করেন। এসএস ক্রিকেট অ্যাকাডেমির হয়ে সাদমান জুবায়ের পাঁচটি, এবং সুমন মিয়া দুটি উইকেট নেন।