ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল প্রতিনিধি সভা অনুষ্ঠিত

16

 

ইস্পাহানি গ্রুপ অব কোম্পানীজের পৃষ্ঠপোষকতায় ও চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগের অংশগ্রহণকারী দলগুলি এক ক্লাব প্রতিনিধি সভা বৃহস্পতিবার সন্ধ্যায় ৭.৩০ টায় এম.এ আজিজ স্টেডিয়ামস্থ সংস্থার কার্য্যালয় অনুষ্ঠিত হয়। সংস্থার সাধারণ সম্পাদকপ্রফেসর শায়েস্তা খানএর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন ফুটবল কমিটির সম্পাদক আশীষ ভদ্র, তিনি লীগ সফলভাবে সমাপ্তি করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এই সময়ে লীগের অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা মতামত প্রদানের প্রেক্ষিতে প্রয়োজনীয় সংখ্যক খেলোয়াড় প্রতিস্থাপনের পক্ষে সংস্থার সদস্য বৃন্দ সিদ্ধান্ত গ্রহন করেন। প্রতিস্থাপনে ইচ্ছুক দলগুলোকে আগামী ২১ ও ২২ মে সন্ধা ৭.০০ টা থেকে রাত ৯.০০ টার মধ্যে প্রয়োজনীয় দলিল সমেত স্ব স্ব খেলোয়াড়দেরকে সংস্থার কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুুরোধ জানানো হয়। এই সময়ে উপস্থিত ছিলেন কমিটির ভাইস চেয়ারম্যান এবং সংস্থার যুগ্ম সম্পাদক ইবাদুল হক লুলু, কমিটির ভাইস চেয়ারম্যান শামীম আজাদ খোকন, আব্দুল্লা আল মামুন , সংস্থার নির্বাহী সদস্য নিয়াজ মাহমুদ খান, যুগ্ম সম্পাদক রাকিব মাহমুদ , মাহবুবুল উল আলম মুকুল, জহির উদ্দিন। লিগের এবার ২৪টি দল অংশগ্রহণ করছে এর ৮টি গ্রুপ থেকে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ২টি দল করে ১৬টি দল প্রি কোয়ার্টার ফাইনাল তারপর কোয়ার্টার ফাইনাল এর পর সেমি-ফাইনাল হয়ে ফাইনাল খেলবে। দলগুলো হলঃ গ্রুপ ক: রামপুর একাদশ,মোহরা স্পোর্টস একাডেমী,বরমা ফিজিক্যাল ক্লাব। গ্রæপ খ: শিকলবাহা স্পের্টস ক্লাব,পাহাড়তলী একাদশ,দক্ষিন হালিশহর ফুটবল একাডেমি। গ্রুপ গ:কালাপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমী,এফ.সি চট্টগ্রাম,ফরিদ ফুটবল একাডেমী। গ্রুপ ঘ: মোহরা ফুটবল একাডেমি,রাঙ্গুনিয়া ফুটবল একাডেমী,হাটহাজারী স্পোটর্স ক্লাব। গ্রুপ ঙ: বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমী,লালখান বাজার বয়েজ ক্লাব, কাজল ফুটবল একাডেমি। গ্রুপ চ: ওয়াই কেবি ফ্রেন্ডশিপ ক্লাব,মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমী,নিমতলা এভারগ্রীন ক্লাব। গ্রুপ ছ: কে.এম স্পোর্টিং ক্লাব,সাতকানিয়া ফুটবল খেলোয়াড় সমিতি,হাটহাজারী খেলোয়াড় সমিতি। গ্রুপ জ: বাবর ফুটবল একাডেমী, ধানঁসিড়ি ক্লাব,ডাইনামিক ফুটবল একাডেমী।