ইস্পাহানি মহানগরী পাইওনিয়র ফুটবল লিগ ২৮ মে শুরু হচ্ছে

20

 

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা (চমকস) আয়োজিত ইস্পাহানি পাইওনিয়র ফুটবল লিগ আগামী ২৮ মে শুরু হবে। সম্প্রতি চমকস সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ নিয়ে আলোচনার পর লিগে অংশগ্রহণকারী দলগুলোকে প্রস্তুতি নেওয়ার জন্য সংস্থার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সভায় উপস্থিত ছিলেন সংস্থার যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান তৈয়বুর রহমান, সংস্থার নির্বাহির কমিটির সদস্য সেকান্দর কবির, ফুটবল কমিটির যুগ্ম সম্পাদক রাকিব মাহমুদ, মাহবুব আলম মুকুল, জহির উদ্দিন প্রমুখ।
এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলো হলো:
১। ফরিদ ফুটবল একাডেমী, ২। পাহাড়তলী একাদশ, ৩। রামপুর একাদশ, ৪। বাবর ফুটবল একাডেমী, ৫। ডাইনামিক ফুটবল একাডেমী, ৬। রাঙ্গুনিয়া ফুটবল একাডেমী, ৭। এফ.সি চট্টগ্রাম, ৮। মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমী , ৯। হাটহাজারী স্পোর্টস ক্লাব, ১০। শিকলবাহা স্পোর্টস ক্লাব, ১১। আবাহনী ক্রীড়া চক্র, ১২। মোহরা ফুটবল একাডেমী, ১৩। ওয়াই কেবি ফ্রেন্ডশিপ ক্লাব, ১৪। লালখান বয়েজ ক্লাব, ১৫। বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমী, ১৬। কালাপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমী, ১৭। ধানঁিসড়ি ক্লাব, ১৮। মোহরা স্পোর্টস একাডেমী, ১৯। কে.এম স্পোর্টিং ক্লাব, ২০। সাতকানিয়া ফুটবল খেলোয়াড় সমিতি, ২১।এ.কে স্পোর্টস একাডেমী, ২২। নিমতলা এভারগ্রীন ক্লাব, ২৩। বরমা ফিজিক্যাল ক্লাব, ২৪। হাটহাজারী খেলোয়াড় সমিতি।