ইস্তাম্বুল সফর বাতিল ইরানের স্পিকারের

19

সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে তুরস্ক অভিযান শুরু করার পর ইস্তাম্বুল সফর বাতিল করেছেন ইরানের জাতীয় সংসদের স্পিকার আলী লারিজানি। তুরস্কের জাতীয় সংসদের স্পিকারের আমন্ত্রণে বৃহস্পতিবার থেকে লারিজানির ইস্তাম্বুল শহর সফর করার কথা ছিল। কিন্তু তুর্কি সেনা অভিযানের কারণে সে সফর স্থগিত করা হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ঘোষণা করেছেন, তার দেশের সামরিক বাহিনী এবং সিরিয়ায় তৎপর ফ্রি সিরিয়ান আর্মি কুর্দি গেরিলা পিপলস প্রটেকশন ইউনিট বা ওয়াইপিজি’র বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে। সিরিয়ায় কুর্দি গেরিলাদেরকে তুরস্ক তার নিজের সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করে। তুরস্ক সরকার দাবি করে আসছে, কুর্দি পিকেকে গেরিলা গোষ্ঠীর সঙ্গে ওয়াইপিজির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সিরিয়ার রাষ্ট্র পরিচালিত টেলিভিশন জানিয়েছে, তুর্কি বাহিনী তাদের অভিযানের শুরুতে সিরিয়ার রাস আল-আইন শহরে বিমান হামলা চালিয়েছে। ইরান এ অভিযানের বিরোধিতা করছে।