ইসলাম ধর্ম মানুষকে সঠিক পথ দেখায়

107

রাউজানে গাউসিয়া কমিটি : রাউজানে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য মোটর র‌্যালি বের করেছে গাউসিয়া কমিটি রাউজান ফকির তকিয়া শাখা। গত ৩১ অক্টোবর রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডস্থ চারাবটতল বাজার থেকে বের হওয়া এই র‌্যালিটি রাউজান উপজেলা সদরের জলিল নগর, মুন্সির ঘাটা, গহিরা হয়ে হালদা ব্রীজ থেকে পুনরায় চারাবটতল ফিরে এসে ফকির তকিয়া দরগাহ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি রাউজান ফকির তকিয়া শাখার সভাপতি আল্লামা সিরাজুল ইসলাম সিদ্দিকী। মোটর র‌্যালী বাস্তবায়ন কমিটির আহবায়ক মো. সৈয়্যদ মিয়া ও সচিব মইনুদ্দিন জামাল চিশতীর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। উদ্বোধক ছিলেন রাউজান পৌরসভা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি রাউজান উপজেলা (উত্তর) শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসিন হোসাইন হায়দরী। বিশেষ অতিথি ছিলেন ৭নং রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি.এম জসিম উদ্দিন হিরু, গাউসিয়া কমিটি রাউজান উপজেলা (উত্তর) শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন জামাল, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা এম.এ মতিন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত রাউজান পৌরসভা ৯নং ওয়ার্ড শাখার সভাপতি জালাল উদ্দিন চৌধুরী, এডভোকেট সাহেদ উল্লাহ জনি, মো. মিজানুর রহমান (মুন্সি), মাওলানা ইসমাইল সিদ্দিকী, মাওলানা সাইফুল ইসলাম নেজামী, শিক্ষক আশরাফ উদ্দিন তসলিম, হাজী মাওলানা ইদ্রিস, মাওলানা সিরাজুল ইসলাম রেজভী, মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা ওমর ফারুক মামুন, মাওলানা আজগর হোসাইন, মাওলানা ফোরকান উদ্দিন, আবু সালেক, আরমান শিকদার, হাফেজ জিয়া উদ্দিন, মো. মহিউদ্দিন জিহাদী, মো. ইব্রাহীম, শাহাদাত হোসেন মুন্না, রবিউল হোসেন রানা, জিয়াউল হক সোহেল, সাজ্জাদ হোসেন, আবদুল বারেক, হেলাল উদ্দিন ছোটন, আরিফ মঈনুদ্দিন রাকিব, আবু রায়হান, শফিউল হোসাইন সম্রাট, দেলোয়ার হোসেন, আলী হোসেন জুয়েল, শাউন উদ্দিন নিজাম, আজিজুল হক, সাহেদ ইসলাম, নেজাম উদ্দিন, মো. খোরশেদ প্রমুখ।
উরকিরচর জনতা সংঘ : রাউজান উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উরকিরচর জনতা সংঘের উদ্যগে ৪৬তম পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (স.) গত ২৭, ২৮ ও ২৯ অক্টোবর উরকিরচর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, খতমে বুখারী ও পবিত্র জশনে জুলুছ, গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নাত ক্বেরাত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও প্রবাসী সংবর্ধনা, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তবরুক বিতরণ। গত ২৭ অক্টোবর মিলাদ মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মূফতি আলাউদ্দিন জিহাদী ও মাওলানা ড. এএসএম বোরহান উদ্দিন। গত ২৮ অক্টোবর আলোচক ছিলেন মাহফিলে ঢাকা হাবিবিয়া শাহী জামে মসজিদের খতিব আল্লামা শায়খ আব্দুল মোস্তফা রাহীম আল আযহারী গত মাওলানা মুফতি মাসউদ রেজভী। গত ২৯ অক্টোবর ১ম অধিবেশনে উরকিরচর সড়ক উন্নয়ন সংস্কারক কাজে বিশেষ অবদানকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন, উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম, সংবর্ধিত অতিথি ছিলেন জনতা সংঘের ভবন দাতা আলহাজ এস এম ইউছুপ, প্রবাসী মনজুর আলম, বাড়িয়াঘেনা যুব কল্যাণ সমিতির সভাপতি নাঈম উদ্দীন চৌধুরী, মিরাজ আত্তারী, ২য় অধিবেশনে মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান আল-কাদেরী, তকরির করেন মাওলানা মঞ্জুরুল ইসলাম আল-কাদেরী, মাওলানা ফকরুদ্দীন আল-কাদেরী, মাওলানা মুফতি মনিরুজ্জামান আল-কাদেরী, মাওলানা মুহাম্মদ হাসান রেজা আল-কাদেরী, মাওলানা মুফতি আব্দুল আজিজ আনোয়ারী। সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম সুমন। সাইফুদ্দীন সাইফের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, সংগঠনের প্রতিষ্টাতা সহ সাধারণ সম্পাদক আবুল কালাম মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক ছগির আহমেদ, নুরুল আমিন, রফিকুল আলম, সাবেক সভাপতি নুরুল আবছার মিয়া, মোহাম্মদ আইয়ুব, ইকবাল হোসেন, সরওয়ারুল আলম, নুর নবী মাস্টার, সাবেক সভাপতি মহিউদ্দীন ইমন, আবু তাহের, হাবিবুল ইসলাম চৌধুরী, হাজী জহুরুল আলম, আনোয়ার আজম, মহিউদ্দিন চৌধুরী, এস,এম আকতার হোসেন, ইউপি সদস্য নাছির উদ্দীন, রফিকুল ইসলাম, জানে আলম,নুরুল আবছার, কাউছার আলম, মো. সেলিম, সাবেক সাধারণ সম্পাদক আবদুল করিম, মনছুর আলম, আবু বক্কর ছিদ্দিকি, মনসুর আলম, ওসমান গণি, অর্থ সম্পাদক নেজাম উদ্দিন চৌধুরী, ইউনিয়ন যুবলীগ সভাপতি নুরুল আজিম জুয়েল, সাধারন সম্পাদক এমরান হোসেন, আরিফুল ইসলাম, সাজ্জাদ হোসেন, লোকমান আনছারী, ফরহাদ উদ্দিন বাবলু, তারেক আজিজ, শাহেদ, মোহাম্মদ আলী, আবু কাউছার, মোহাম্মদ ফিরোজ, আব্দুর রহিম, নাজমুল রায়হান, এয়াকুব আলী প্রমুখ।
রাঙ্গুনিয়া : জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দারাজারপাড়ায় আজিমুশশান তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বন্দারাজারপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি, এলাকাবাসী ও প্রবাসীবৃন্দের ব্যবস্থাপনায় গত শনিবার বন্দারাজারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে সুন্নী কনফারেন্সের আয়োজন করা হয়। সুন্নী কনফারেন্স অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বন্দারাজারপাড়া মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুর সৈয়দ তালুকদার। প্রধান অতিথি ছিলেন রাহে ভান্ডার দরবারে রহমানিয়ার শাহজাদা খালেকুন নুর সিকদার। প্রধান মেহমান ছিলেন মাদরাসা-এ তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া মাদরাসা চন্দ্রঘোনার প্রাক্তন উপাধ্যক্ষ আল্লামা আ র ম মোজাম্মেল হক আলকাদেরী (মু.জি.আ)। উদ্বোধক ছিলেন লালানগর ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন। মো. জাবের হোসেনের সঞ্চালনায় কনফারেন্স প্রধান বক্তা ছিলেন রাহাতিয়া বিসমিল্লাহ শাহ দরবার শরীফের সৈয়দ আবু নওশাদ নঈমী আশরাফী আলকাদেরী। বিশেষ বক্তা ছিলেন জিয়স পুকুর পাড় জামে মসজিদ নাসিরাবাদ চট্টগ্রামের খতিব মাওলানা হাফেজ নুর মুহাম্মদ আলকাদেরী, গাউসিয়া তৈয়বিয়া আজিজিয়া সুন্নিয়া মাদ্রাসা বোয়ালখালীর সিনিয়র মুদাররিস মাওলানা মুহাম্মদ ইদ্রিস আলকাদেরী, হযরত আবু বকর সিদ্দীক (র.) সুন্নিয়া মাদরাসার সুপার (ভারপ্রাপ্ত) মাওলানা শহীদুল ইসলাম আলকাদেরী, বন্দারাজার পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ জিয়াউদ্দীন আহমদ নঈমী, বন্দারাজার পাডা জামে মসজিদের পেশ ইমান মাওলানা হাফেজ মুহাম্মদ শাহাদাত হোসাইন আলকাদেরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী মাওলানা আলী আকবর আলকাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি রাঙ্গুনিয়া উপজেলা (উত্তর)-এর সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মাতব্বর, আল্লামা মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী, মওলানা এইচ এম শহীদুল্লাহ, আহমদিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সিনিয়ার মুদাররিস আল্লামা মামুনুর রশিদ আলকাদেরী, মাহফিলের আহবায়ক সামশুল আলম,বন্দারাজার পাডা মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি আহমদ জরি তালুকদার, মো. ইদ্রিস প্রমুখ।
আলহাজ এসএম নাছিমা বেগম দাখিল মাদ্রাসা : আলহাজ এসএম নাছিমা বেগম দাখিল মাদ্রাসার আয়োজনে ৫ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিলের ৩য় দিন গত ২৬ অক্টোবর বাদ আছর মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ এমএ রহিমের সভাপতিত্বে প্রধান ওয়ায়েজ হিসেবে আলোচনা পেশ করেন চাগাচর মোছাবিয়া নছিমিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক হযরতুলহাজ আল্লামা ফেরদৌসুল আলম খাঁন আলকাদেরী। বিশেষ ওয়ায়েজ ছিলেন আলহাজ এসএ নাছিমা বেগম দাখিল মাদ্রাসার সিনিয়র মুদাররিস আল্লামা মুফতি মুহাম্মদ মহরম আলী আলকাদেরী। মাওলানা আনোয়ারুল আজিমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, সাধারণ সম্পাদক সুপার মাওলানা এরফানুল করিম সিদ্দিকী, নুরুল আবছার চৌধুরী মেম্বার, মোকাম্মেল হক তালুকদার, নুরুল হক মেম্বার, গাউসিয়া কমিটি বাংলাদেশের সভাপতি হারুন, ফজল আকবর চৌধুরী, মাদ্রাসার সহ-সুপার মাওলানা মুহাম্মদ আবু সরোয়ার, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা নুর মোহাম্মদ, মাওলানা ফখরুদ্দিন, হাফেজ লিয়াকত আলী, মাস্টার ইকবাল হোসেন, মাস্টার মহিউদ্দিন, মাস্টার সাইফুদ্দিন,আবুল ফয়েজ মামুন, হাবিব উল্লাহ, নুরুল আলম, শাহ আলম সওদাগর প্রমুখ।
হাটহাজারী : পবিত্র জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (স.) উদ্যাপন উপলক্ষে আল্লামা গাজী শেরে বাংলা (র.) স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় সর্বস্তরের সুন্নী জনতার উপস্থিতিতে জশনে জুলুস বের করা হয়। উক্ত জুলুসটির নেতৃত্ব দেন আওলাদে শেরে বাংলা (র.) যথাক্রমে আলহাজ সৈয়দ মুহাম্মদ আমিনুল হক আলকাদেরী ও আলহাজ সৈয়দ মুহাম্মদ বদরুল হক আলকাদেরী। এছাড়া জুলুছ শেষে ঈদ-এ-মিলাদুন্নবী পবিত্র (দ.) তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মিলাদুন্নবী (দ.) উদযাপন পরিষদের আহবায়ক স.ম. এনামের সভাপতিত্বে এবং সচিব আলহাজ মুহাম্মদ হারুণ ও হাফেজ মুহাম্মদ তাজুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মাওলানা আবু তৈয়ব ফারুকী, খতিব মাওলানা শাহ মাসরুফ কাদেরী, মাওলানা সৈয়দ আবু তালেব আলকাদেরী, আলহাজ্ব কাজী আবদুল­াহ আল আজিজী, মাওলানা আবুল কালাম শাহ আমিরী, অ্যাডভোকেট স.ম.শাহজামান, অধ্যাপক সৈয়দ গিয়াস উদ্দীন, সৈয়দ আবু আজম, মাওলানা মাসুদুল আলম, মাওলানা নাজিমূল হক আলকাদেরী, দিদারুল আলম সওদাগর, নুরুল আবছার, জাহাঙ্গীর আলম কোম্পানী, আবুল কালাম আজাদ, নুরুল আক্কাছ ফখর, কাজী আমান উল্লাহ আমান, আইয়ুব খান লিটন, আবদুল কাইয়ুম, শাহজাদা সৈয়দ একরামুল হক, শাহজাদা সৈয়দ নাজমুল হক, শাহজাদা সৈয়দ মোজাম্মেল হক, মাওলানা সৈয়দ আবু তালেব, ছগির আহমদ, মাওলানা রফিকুল ইসলাম, সেলিম উদ্দীন, এস. এম. ফজলুল করিম প্রমুখ।