ইসলামে জঙ্গিবাদের স্থান নাই

54

ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নাই, ইসলাম শান্তির ধর্ম। কিন্তু কিছু দুষ্কৃতকারীদের কারণে আজকে বিশ্বে বিভিন্ন দেশসমূহে মুসলমানদেরকে জঙ্গীবাদের অপবাদ দেয়া হচ্ছে। মুসলমানরা বিভিন্ন জায়গায় আজকে নির্যাতিত। আমি আহব্বান জানাব, আমরা যদি ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অবিচল থাকি, তথা আহলে বায়তের রাসুল (দ.) ও আউলিয়ায়ে কেরামগণের সান্নিধ্যে থাকি, তাহলে পরে আমরা সম্মানজনকভাবে দুনিয়া আখরাতে থাকতে পারব। প্রধান অতিথি আলহাজ জহিরুল আলম দোভাষ উপরোক্ত কথাগুলো বলেন। গাউসিয়া হক ভান্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী আহলে বাইত-ই রাসুল (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) স্মরণে আলোচনা ও মিলাদ মাহফিলের ১ম দিবসে অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য শেখ মজিবুর রহমান বাবুল। শোহাদা-ই কারবালা উদযাপন পরিষদের চেয়ারম্যান শেখ মোকসেদুর রহমান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ জহিরুল আলম দোভাষ। প্রধান আলোচক ছিলেন গহিরা আলীয়া মাদরাসার শায়খুল হাদিস আল­ামা মুফতি ইব্রাহীম আল কাদেরী।
বিশেষ অতিথি ছিলেন ৩১নং ওয়ার্ড কাউন্সিলর হাজী তারেক সোলেমান সেলিম, ফরহাদাবাদ দরবার শরীফের আওলাদ ফখরুল আবেদিন রায়হান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, বিশিষ্ট শিক্ষানুরাগী ও হক রফিক ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি ইঞ্জিনিয়ার আবদুল হক, মানবাধিকার কর্মী আবু হাসনাত চৌধুরী। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন দৈনিক আজাদীর সহ-সম্পাদক খোরশেদ আলম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও মাদরাসা-এ গাউসুল আযম মাইজভান্ডারী অধ্যক্ষ মাওরানা নুরুল আমিন, আনু মিয়া সওদাগর জামে মসজিদের খতিন আল্লামা আবদুল হালিম আল কাদেরী, জুলমান শাহ জামে মসজিদের খতিব মাওলানা শহীদ উদ্দিন আল কাদেরী। সৈয়দ আবু আহমদ ও মাওলানা মজিবুল হকের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উদযাপন পরিষদের সচিব মোহাম্মদ আলী, কো-চেয়ারম্যান এম মাকসুদুর রহমান হাসনু, অর্থ সচিব ফজলুল হক ফজু, সদস্য মোহাম্মদ সেলিম, সাবেক কমিশনার মোহাং মুছা, আশেক রসুল রুকন, অনুষ্ঠান সমন্বয়কারী আল্লামা কাজী হাবীবুল হোসাইন, মোহাম্মদ ওমর ফারুখ, সদস্য নুর মোহাম্মদ, মিডিয়া আহব্বায়ক লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, মিডিয়া সদস্য খোরশেদ আলম, মোর্শেদুল করিম চৌধুরী, সাংবাদিক সমীর কান্তি দাশ, অভ্যর্থনা আহব্বায়ক মোহাম্মদ আশরাফ উদ্দিন সিদ্দিকী, মনছুর আলম, মহিউদ্দিন জীবন, কামরুল হাসান টিপু, মোহাম্মদ আইয়ুব, জাহিদ সরওয়ার, অপু সরওয়ার, সাদ ইবনে আলম, মোহাম্মদ আকতার মিয়া, এস এম জাবেদ, মাওলানা হারুন রশিদ, ওসি মাঈনুদ্দিন ইমন, মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী এম শামসুল ইসলাম, শফিকুল ইসলাম, কাজী হোসাইন মোস্তফা, ওচমান গণি, আলাউদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি