ইসলামে উগ্রবাদ ও মানুষ হত্যা কঠোরভাবে নিষিদ্ধ : পেয়ারুল

4

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, ইসলাম শান্তি ও নিরাপত্তার ধর্ম। সন্ত্রাস ও জঙ্গিবাদের যে তকমা ইসলামের ওপর আরোপ করার অপচেষ্টা চলছে, তার সঙ্গে ইসলামের ন্যূনতম সম্পর্ক নেই। ইসলামের শুভ্র বদনে কালিমা লেপনের মাধ্যমে তার মহান আহŸান বিনষ্ট করার অপচেষ্টা চলছে। অথচ এই ইসলাম পৃথিবীর সব মানুষকে সম্মান ও শ্রদ্ধা করার কথা বলে। ইসলাম মানবতার জয়গানের কথা বলে। বর্তমানে ইসলামের নাম ভাঙ্গিয়ে ও কোরআন-সুন্নাহর অপব্যাখ্যার মাধ্যমে একটি বাতেল মতার্দশী গোষ্ঠী উগ্রবাদী তৎপরতা ও মানুষ হত্যার মিশনে নেমেছে। অথচ ইসলামে উগ্রতা ও মানব হত্যা কঠোর ভাবে নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। ২০ জানুয়ারি আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্ট পরিচালিত ফটিকছড়ির ধর্মপুর আজাদী বাজার আজিজিয়া হাশেমীয়া নূরীয়া মাদ্রাসা, সালমা-মোনাফ হেফজখানা ও এতিমখানার সালানা জলসা, সকল আউলিয়া কেরামের ওরছে পাক এবং মুসলিম উম্মাহ ইছালে সাওয়াব উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে আজিমুশ্শান নূরানী মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান ও আজিজিয়া হাশেমীয়া নুরীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নুরী (মুজিআ)। মেহমানে আ’লা ছিলেন ভারত থেকে আগত আওলাদে রাসূল (দ.) ড. আল্লামা সৈয়দ শামীম উদ্দিন আহমদ মুনঈমী (মুজিআ)। উদ্বোধক ছিলেন আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী। রজভীয়া নূরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী এবং মাদ্রাসার সহ সুপার মাওলানা জোবায়ের হোসেন কাদেরীর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আবু আহমদ সওদাগর। পীর মাশায়েখ-ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আল্লামা আবুল বয়ান শাহ্ নঈমী আশরাফী, আল্লামা শাহ্ আলম নঈমী, শাহ্জাদা সৈয়দ হাসানুদ্দৌলা, ফটিকছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালামতউল্লাহ শাহীন, সৈয়দ আবু জাফর মুনিরী, বাবুল চেয়ারম্যান, শফিউল আজম চেয়ারম্যান, সৈয়দ মাওলানা মুফাক্করুল ইসলাম, লায়ন এস এম শামসুদ্দীন, মুহাম্মদ আনোয়ার পাশা, মুহাম্মদ আব্দুল হক, নুরুল আমিন রেজভী, মুহাম্মদ মজহার, মুহাম্মদ শফি, জাবেদ জাহাঙ্গীর টুটুল, রাইসুল ইসলাম চৌধুরী এমিল, মাওলানা এবিএম মুজিবুল হক। বিজ্ঞপ্তি